কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় বসানোর জন্য দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। নির্বাচন ছাড়া দেশের মানুষ আর কাউকে ৫ বছর ক্ষমতায় দেখতে চায় না। সবাই দ্রুত নির্বাচন চায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খোকন তালুকদার আরও বলেন, কিছু ‘অবুঝ শিশু’ জাতীয় নির্বাচন হবে না বলে প্রচার চালাচ্ছে। অথচ বিএনপির দীর্ঘ আন্দোলনের সময় তারা জন্মই নেয়নি। আন্দোলনের মাধ্যমে জীবন দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে। শহীদ পরিবারগুলো নির্বাচিত সরকার দেখতে চায়।
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনেছে। তাই সঠিক সময়ে সুন্দর একটি নির্বাচন দিতে হবে। নির্বাচনের ডাক এলেই ধানের শীষের আওয়াত ওঠে। আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শহরের শকুনি লেক পরিষ্কার, ৫ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা রোপণ এবং ডাস্টবিন স্থাপনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজের নেতৃত্বে এক আনন্দ র্যালি বের হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অন্যদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুল ইসলাম দুলালের নেতৃত্বে আরেকটি রঙিন র্যালি বের হয়। প্রেসক্লাব থেকে শুরু হয়ে এটি ডিসিব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
নেতারা জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনটির শক্তি বৃদ্ধি করতে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসএন