ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি গলফ ক্লাব উপহার দিয়েছেন। গলফ ক্লাবটি রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত এক সেনার ছিল বলে মঙ্গলবার জানিয়েছে কিয়েভ।
গলফপ্রেমী ও একাধিক গলফ কোর্সের মালিক ট্রাম্প, উপহারটি গ্রহণ করেন ও জেলেনস্কিকে হোয়াইট হাউসের প্রতীকী চাবি তুলে দেন বলে জানায় ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়।
এ উষ্ণ বিনিময় গত ফেব্রুয়ারির ঘটনার সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে, যখন ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত উত্তপ্ত বাগবিতণ্ডার পর জেলেনস্কি হোয়াইট হাউস থেকে আগেভাগেই বেরিয়ে যান।
সেই উত্তেজনাপূর্ণ সাক্ষাতের পর থেকে জেলেনস্কি সম্পর্ক মেরামতের চেষ্টা করে যাচ্ছেন সর্বসমক্ষে ট্রাম্পকে প্রশংসা করছেন ও শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছেন।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, জেলেনস্কি যে গলফ ক্লাবটি উপহার দিয়েছেন সেটি ছিল কস্তিয়ানতিন কারতাভৎসেভের। তিনি ইউক্রেনীয় সেনা, যিনি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুর মাসগুলোতে নিজের সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে একটি পা হারিয়েছিলেন।
জেলেনস্কি ট্রাম্পকে কারতাভৎসেভের একটি ভিডিওও দেখান।
পরে মঙ্গলবার ইউক্রেনীয় প্রবীণ সৈনিক সংগঠন ইউনাইটেড বাই গলফ একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ট্রাম্প গলফ ক্লাব হাতে নিয়ে কারতাভৎসেভকে ধন্যবাদ জানাচ্ছেন। ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমি ঠিক এখনই তোমার সুইং দেখলাম। আমি গলফ সম্পর্কে অনেক কিছু জানি, আর তোমার সুইং দুর্দান্ত। তুমি অসাধারণ একজন মানুষ।
তুমি গলফ খেলা চালিয়ে যাও, আর জীবনের বাকি কাজগুলোও করে যাও। তোমার দেশ অসাধারণ একটি দেশ। আমরা সেটিকে আবার সুস্থ করে তুলতে চেষ্টা করছি।’
জেলেনস্কি সফরে তার স্ত্রী ওলেনা জেলেনস্কার পক্ষ থেকে মেলানিয়া ট্রাম্পের জন্য একটি চিঠিও নিয়ে যান। সেখানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানানো হয়েছে, কারণ তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে শিশুদের জীবন বাঁচাতে আহ্বান জানিয়েছিলেন।
হোয়াইট হাউসে সফররত বিদেশি নেতারা সাম্প্রতিক সময়ে নানা উপহার দিয়ে ট্রাম্পকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে রাজা চার্লস তৃতীয়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রসহ একটি চিঠি উপহার দেন।
পিএ/টিকে