পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই সভাপতি ইমরান খান তার দলের সমর্থকদের আশাহত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আইনজীবী আলী বুখারির সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেছেন, “ন্যায়বিচারের সূর্য উদিত হবেই।”
দীর্ঘ দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকা সত্ত্বেও ইমরান খান তার রাজনৈতিক লক্ষ্য ও দলের প্রতি অটল থাকার সংকল্প ব্যক্ত করেছেন।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গত দুই বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। মঙ্গলবার তাকে তার আইনজীবী আলী বুখারির সাথে দেখা করার অনুমতি দেয়া হয়। তবে তার তিন বোন - আলিমা খান, উজমা খান ও নওরীন নিয়াজিকে কারাগারে প্রবেশ করতে দেয়া হয়নি।
এর ফলে তিন বোন ও পিটিআই নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত কারাগারের সামনে রাস্তার ধারের একটি রেস্তোরাঁয় বিক্ষোভ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পিটিআইয়ের ছয় কর্মীকে আটক করে এবং ইমরানের বোনদের আশ্বাস দেয় যে, তাদের আজ (বুধবার) ইমরান খানের সাথে দেখা করতে দেয়া হবে।
ইমরান খানের সাথে সাক্ষাতের পর কারাগারের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে আলী বুখারি বলেন, নির্জন কারাবাস সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা তার লক্ষ্যে অবিচল রয়েছেন।
বুখারি আরও বলেন, ইমরান খানের সাথে দেখা করার অনুমতির জন্য কর্তৃপক্ষের কাছে ছয়জনের নাম জমা দেয়া হয়েছিল। কিন্তু কেবল তাকেই সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি দেয়া হয়।
বুখারি আরও উল্লেখ করেন যে, তার মক্কেলকে সংবাদপত্র ও টেলিভিশন দেখার অধিকার দিতে অস্বীকৃতি জানানো হয়েছে, এমনকি তার স্ত্রীর সাথেও দেখা করতে দেয়া হয়নি। তিনি জানান, সাক্ষাতে ইমরান খান বলেছেন, ‘ন্যায়বিচারের সূর্য উদিত হবেই।’ পাশাপাশি তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের সাহস না হারানোর আহ্বান জানিয়েছেন।
আলাদাভাবে ইমরান খানের বোন আলিমা খান সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে এবং তিনি জামিন চাননি। তিনি বলেন, ‘আমাদের ভাই জেলের ভেতরে আছে; আমাদেরও গ্রেফতার করুন।’
ইএ/টিএ