সীমান্ত বিরোধ নিরসনে ভারতের সঙ্গে বেইজিংয়ের পদক্ষেপে স্বস্তি

দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মেটাতে বেইজিং আর নয়াদিল্লি মিলে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভারত সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, এ মাসের শেষের দিকে তিনি চীনে সফরে যাবেন। সেই সময়ে সাংহাই কো-অপারেশন অর্গানইজেশন বা এসসিওর বৈঠকেও যোগ দেবেন তিনি।

গত সাত বছরে এটাই হবে মোদির প্রথম চীন সফর।

এই সফরে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও বৈঠক করবেন নরেন্দ্র মোদি। এর আগে দুই শীর্ষ নেতা ২০২৪ সালের অক্টোবরে কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে দেখা করেছিলেন।

দুই দিনের ভারত সফরে গিয়ে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সোমবার এক বৈঠকের পর ওয়াং বলেছিলেন, ভারত আর চীনের একে অপরকে ‘প্রতিপক্ষ বা হুমকি’ হিসেবে না দেখে ‘অংশীদার’ বলে মনে করা উচিত।

দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ নিয়ে যে অস্বচ্ছতা রয়েছে দীর্ঘদিন ধরে, তা মেটানোর জন্য মঙ্গলবার ‘বিশেষ প্রতিনিধি’ স্তরের ২৪তম বৈঠক হয় দিল্লিতে।
চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওয়াং আর ভারতের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

সীমান্ত বিরোধ মেটাতে যে ব্যবস্থাপনা ইতিমধ্যে রয়েছে, তারই অধীনে একটি বিশেষজ্ঞ গোষ্ঠী ও আরেকটি কার্যকরী গোষ্ঠী গড়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া উত্তেজনা প্রশমনের ব্যাপারে কিভাবে আলোচনা করা যেতে পারে, সে বিষয়ে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে সীমান্ত ব্যবস্থাপনার কথাও বলা হয়েছে বৈঠকে।

ডোভাল বৈঠকে মন্তব্য করেছেন, পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রয়েছে।

তার কথায়, ‘শান্তি ও সৌহার্দ্য বজায় রয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত হয়েছে। গত বছরের অক্টোবরে কাজানে যে বিষয়গুলোতে একমত হয়েছিলাম, তা থেকে আমাদের উপকার হয়েছে। যে নতুন পরিবেশ তৈরি হয়েছে, তার ফলে অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে।’

ওই বৈঠকে ওয়াং বলেছেন, বিগত কয়েক বছরে ভারত আর চীন—দুই দেশই সমস্যার সম্মুখীন হয়েছে, যা কোনো দেশের স্বার্থের পক্ষেই উপকারী নয়।

তিনি আরো বলেন, ‘এখন সীমান্তে স্থিতিশীলতা ফিরে এসেছে। ইতিহাস ও বাস্তবতাই প্রমাণ করে, ভারত ও চীনের মধ্যে সুসম্পর্ক দীর্ঘ মেয়াদে দুই দেশেরই স্বার্থ পূরণ করে।’

এর আগে গত ১৮ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথক বৈঠক করেন। সেই বৈঠকে জয়শঙ্কর বলেন, ‘আমাদের সম্পর্কের একটি কঠিন সময় পার করে এখন দুই দেশই এগিয়ে যেতে চায়। এর জন্য উভয় পক্ষের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ এই তিনটি মূল্যবোধের ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে হবে। মতপার্থক্য যেন দুটি দেশের মধ্যে বিবাদে পরিণত না হয়।’

জবাবে ওয়াং ই বলেন, ‘সুসম্পর্কের জন্য সীমান্তে শান্তি থাকা প্রয়োজন এবং উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত।’

ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেখা করে আনন্দিত। গত বছর কাজানে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আমার বৈঠকের পর থেকে পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাকে সম্মান জানিয়েই ভারত আর চীনের সম্পর্কে ক্রমাগত উন্নতি হয়েছে। তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে আমাদের পরবর্তী বৈঠকের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

নরেন্দ্র মোদি এমন একটা সময় চীনে সফরে যেতে চলেছেন, যখন একদিকে লাদাখের গালওয়ানে দুই সেনাবাহিনীর মধ্যে সংঘাতের পরও দুই দেশের সীমান্ত বিরোধ পুরোপুরি মেটেনি, অন্যদিকে ভারত আর পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষ চলাকালীন চীনের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তা করার অভিযোগও রয়েছে।

পূর্ব লাদাখের গালওয়ানে ২০২০ সালে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও বেশ কয়েকজন চীনা সেনা নিহত হয়েছিলেন। ওই ঘটনার বেশ কয়েক মাস পর সীমান্ত বিরোধ নিষ্পত্তি করতে দুই দেশই সম্মত হয় এবং দুই পক্ষ থেকেই শান্তি প্রতিষ্ঠা করতে আলোচনা শুরু হয়।

আবার ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, সেই সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছিলেন, ‘ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস করতে জে-টেন সি যুদ্ধবিমান কাজে লাগানো হয়েছিল।’ ওই পাকিস্তানি যুদ্ধবিমান চীনের তৈরি।

অন্যদিকে ওয়াং ই তারপর পাকিস্তানেও সফর করবেন এবং সে দেশের নেতৃত্বের সঙ্গে তার বৈঠকও রয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংকে মঙ্গলবার প্রশ্ন করা হয়েছিল, ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে, কিন্তু চীন আবার পাকিস্তানের ভালো মিত্র। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক উন্নত করা কতটা কঠিন?

এই প্রশ্নের জবাবে নিং বলেন, ‘ভারত আর পাকিস্তান- দুটি দেশই চীনের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা দুটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে ইচ্ছুক এবং আশা করি, দুই দেশের মধ্যে যে মতপার্থক্য আছে, তার যথাযথ সমাধান হবে।’

এদিকে চলতি মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নির্দিষ্ট কিছু জায়গা দিয়ে বাণিজ্য কিভাবে আবারও শুরু করা যায়, সে ব্যাপারে দুই দেশই কাজ চালাচ্ছে।

চীন-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য যেসব জায়গা দিয়ে আবারও শুরু করা যেতে পারে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে রয়েছে উত্তরাখণ্ডের লিপুলেখ পাস, হিমাচল প্রদেশের শিপকি লা পাস সিকিমের নাথু লা পাস।

গালওয়ান সংঘর্ষ ও করোনা মহামারির সময় এই রুটগুলো দিয়ে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এবারের চলচ্চিত্র বাছাই করা হয়েছে : তথ্য উপদেষ্টা Aug 20, 2025
img
সমালোচনা ও পদত্যাগ দাবিকে স্বাভাবিকভাবেই নিলেন ক্যাবরেরা Aug 20, 2025
img
যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Aug 20, 2025
img
ভারতের মাটিতে আ. লীগের রাজনৈতিক কার্যালয়, কী বলছে দি‌ল্লি Aug 20, 2025
img
শখ নেই-খেলাধুলা করেন না, বিনোদনও নেন না সাবেক প্রতিমন্ত্রী Aug 20, 2025
img
মানুষ আড়ালের কষ্টটা বোঝে না, শুধু চাকচিক্য দেখে : মালাইকা Aug 20, 2025
img
নারী লাল দলকে ৮৭ রানে হারাল অনূর্ধ্ব-১৫ ক্রিকেটাররা Aug 20, 2025
img
খাদ্য নিয়ে কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না: খাদ্য উপদেষ্টা Aug 20, 2025
img
ডাকসু নির্বাচনের জন্য বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা Aug 20, 2025
img
কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রথম এআই গান তৈরি করল ভারত Aug 20, 2025
img
এসএসসি খাতা মূল্যায়নে অবহেলা, ৭১ শিক্ষক ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত Aug 20, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি নাগরিক আটক Aug 20, 2025
img
জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার প্রায় ২৫ শতাংশ Aug 20, 2025
img
সিলেটে সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন Aug 20, 2025
img
সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা হবে: চসিক মেয়র Aug 20, 2025
img
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করল বাংলাদেশ Aug 20, 2025
img
এনবিআরের আরও ৩ কর্মকর্তাকে বদলি Aug 20, 2025
img
সালমানের আগে শাহরুখের নাম ভেবেছিলেন ‘সিকান্দার’ পরিচালক Aug 20, 2025
img
শাহরুখ-কাজলের সঙ্গে অভিনয় করা সেই দুই শিশুশিল্পী এখন কোথায়? Aug 20, 2025
নেদারল্যান্ডসকে ছোট করে দেখার কিছু নেই, দল নির্বাচন করা সহজ; পাইলট Aug 20, 2025