মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার অপরিশোধিত তেল কিনতে থাকলে ভারত পাবে ৫ শতাংশ বিশেষ ছাড়।
বুধবার (২০ আগস্ট) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রাশিয়ার উপ-বাণিজ্য প্রতিনিধি এভজেনি গ্রিভা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রুশ দূতাবাসের উপপ্রধান রোমান বাবুশকিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এভজেনি গ্রিভা ঘোষণাটি দেন।
রাশিয়ার এই প্রস্তাব এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ভারতকে রুশ তেল কেনার জন্য অভিযুক্ত করে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সম্প্রতি অভিযোগ করেন, ভারত রুশ তেলের ‘গ্লোবাল ক্লিয়ারিং হাউস’ হিসেবে কাজ করছে এবং এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে।
এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। বর্তমানে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে।
ইএ/টিএ