নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানকে কঠোর পদক্ষেপের আহ্বান চীন-পাকিস্তানের

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে পাকিস্তান ও চীন।

একইসঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও চীন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে তারা। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান-আফগানিস্তান-চীনের ত্রিপক্ষীয় সংলাপের ষষ্ঠ বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। তালেবানের ক্ষমতায় ফেরার পর কাবুলে প্রথমবারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক ও এর বাইরে আলাদা আলোচনায়ও নিরাপত্তা ছিল প্রধান আলোচ্য বিষয়।

এছাড়া পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা আফগান নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী, ২০২১ সালের আগস্টের পর থেকে আফগানিস্তান আবারও ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), ইস্ট তুর্কেস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) ও আল-কায়েদার ঘাঁটিতে পরিণত হয়েছে। পাকিস্তান ও চীন এই গোষ্ঠীগুলোকে নিজেদের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে।

চীনের মধ্যস্থতায় গত মে মাসে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয়ের প্রতিশ্রুতি পেয়েছিল। তখন বেইজিং জানিয়েছিল, ভবিষ্যতের অর্থনৈতিক প্রকল্প, বিশেষত মেস আইনাক কপার খনি উন্নয়ন, ইটিআইএম দমনের ওপর নির্ভর করবে।

কাবুলে আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুঃখ প্রকাশ করেন যে, তালেবানরা সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি রক্ষা করছে না।

তিনি বলেন, “রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। কিন্তু নিরাপত্তা, বিশেষত সন্ত্রাসবিরোধী সহযোগিতায় অগ্রগতি খুব ধীর।”

দার সাম্প্রতিক সময়ে আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে টিটিপি ও বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে “সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চলতি বছরের জুলাইয়ে জানায়, আফগানিস্তানে তালেবানদের সহযোগিতায় টিটিপি’র প্রায় ছয় হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে। উন্নত অস্ত্র, আইএস-কে, আল-কায়েদা ও বালুচ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে তারা শুধু ২০২৪ সালের শেষার্ধে পাকিস্তানে ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে, যেখানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছেন।

মূলত চীনের মধ্যস্থতায় এ বছর কাবুল ও ইসলামাবাদের সম্পর্কে কিছুটা অগ্রগতি হলেও পরিস্থিতি এখনো অসম। পাকিস্তান আবারও রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক চালু করেছে। জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করে সন্ত্রাসবিরোধী যৌথ সমন্বয় কমিটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মোদি প্রসঙ্গে বিক্রান্তকে নিয়ে ব্যঙ্গ-রসিকতা সামাজিক মাধ্যমে Oct 13, 2025
img
আজ জীবিত ইসরায়েলি সব বন্দীকে মুক্তি দেবে হামাস Oct 13, 2025
img
"আন্তর্জাতিক অঙ্গনে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গেছে" Oct 13, 2025
img
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, নেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা Oct 13, 2025
img
শিক্ষা ভবন অভিমুখে ৭ কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচি আজ Oct 13, 2025
img
‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ দেখে অদ্ভুত আচরণ দর্শকের Oct 13, 2025
img
আবু সাঈদ হত্যার ঘটনায় ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Oct 13, 2025
img
মেক্সিকোতে ভারী বর্ষণ ও বন্যায় প্রাণ গেল ৪৪ জনের, নিখোঁজ ২৭ Oct 13, 2025
img
৭০তম ফিল্মফেয়ার আসরে ‘কিং’ শাহরুখের উপস্থিতিতে উন্মাদনা Oct 13, 2025
img
গত তিন নির্বাচনের অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে তদন্ত কমিশন Oct 13, 2025
img
সবার জন্য উন্মুক্ত হলো রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ Oct 13, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, চতুর্থ অবস্থানে রাজধানী ঢাকা Oct 13, 2025
img
নারী বিশ্বকাপে আজ প্রোটিয়াদের মুখোমুখি হবে জ্যোতিরা Oct 13, 2025
img
ফার্মগেট-রাজাবাজারে পরপর ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক Oct 13, 2025
img
গাজায় সংঘর্ষ চলাকালে প্রাণ গেল ফিলিস্তিনি সাংবাদিকের Oct 13, 2025
img
আজ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলবে Oct 13, 2025
img
আজ ১৩ অক্টোবরে ইতিহাসের আলোচিত যত ঘটনা Oct 13, 2025
img
শিক্ষকদের ওপর পুলিশি হামলায় ছাত্রশিবিরের নিন্দা Oct 13, 2025
img
জেনে নিন, দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? Oct 13, 2025
img
আজ থেকে শুরু আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি Oct 13, 2025