বান্দরবানে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার মধ্যে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সাবধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল।
এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জনদুর্ভোগ এড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলা ও উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলো বেশ ক্ষতি হয়েছে। রাস্তার কোথাও কোথাও পাহাড়ি মাটি পড়ে ভারি কাদার স্তূপ তৈরি হয়েছে। এতে রাস্তায় চলাচলকারী অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে।
বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল ঢাকা পোস্টকে বলেন, আগামী ৭২ ঘণ্টা জেলায় ৪৪-৮৮ মিলিমিটার প্রতি ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল সমূহে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃষ্টিপাতের কারণে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ হতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণকে সচেতন হয়ে সাবধানতা অবলম্বন করতে বলেছেন জেলা প্রশাসক।
ইএ/এসএন