ট্রফি জয়ের স্বপ্নে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। সর্বশেষ আসরে রানার্সআপ হওয়ায় এবার যাওয়ার আগে শিরোপা জয়ের কথাই জানিয়েছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। এবার টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে রানার্সআপ হওয়া তো দূরের কথা সেমিফাইনালেই উঠতে পারেনি তারা। উল্টো গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। যদিও কাগজে-কলমে আনুষ্ঠানিক বিদায় হয়নি এখনো।
আজ মেলবোর্ন স্টারস একাডেমির কাছে ৩ উইকেটের পরাজয়ে বিদায়টা নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে আট নম্বরে আছে। শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে জিতলেও সম্ভাবনা কম। কেননা বাংলাদেশের নেট রানরেট -০.৫১৩। অন্যদের অবস্থান খুবই ভালো।
ডারউইনে মেলবোর্নকে ১৫৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এই রানে আটকাতে গিয়ে শুরুতেই একটা ধাক্কা দিতে হতো বাংলাদেশকে। তবে প্রতিপক্ষের ওপেনিং জুটি ৩৪ রান যোগ করে। মাঝে অবশ্য ৮১ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সোহানদের আশা শেষ করে দেন জোনাথন মারলো। পাঁচে নেমে নেমে খেলেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। ১৬০.৫২ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৩ ছক্কা ও ৪ চারে।
তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি মারলো। মেলবোর্নের জয় যখন ১১ রানে দূরে তখন হাসান মাহমুদের বলে আউট হন তিনি। পরে জয়ের বাকি কাজ সারেন ১৫ রানে অপরাজিত থাকা ক্রিস্টিয়ান হাউ। বাংলাদেশের হয়ে ২ করে উইকেট নেন রাকিবুল হাসান ও হাসান মাহমুদ।
এর আগে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সাইফ হাসান। দেড় শর ওপর স্কোর দাঁড় করাতে অবদান রেখেছিলেন নুরুল হাসান সোহান (৩৩) ও ইয়াসির আলি (২৯)। তবে ম্যাচ হারায় তাদের কারো অবদানই বাংলাদেশের কাজে আসেনি। মেলবোর্নের হয়ে ২১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন হামিশ ম্যাকেনজি।