আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে (অ্যাডমিন পোস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পোস্টে বলা হয়েছে, “প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।”
শিক্ষাবিদরা বলছেন, নতুন প্রজন্মকে বাস্তব ইতিহাস জানাতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।
এসএস/টিএ