বিসিবি নির্বাচনে সভাপতি পদে জোর আলোচনা, কারা থাকছেন লড়াইয়ে

অক্টোবরে শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ। সামনে নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রশ্ন - কে হচ্ছেন নতুন বিসিবি সভাপতি? তামিম ইকবাল, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলসহ একাধিক নাম এখন আলোচনায়। তবে সাবেক পরিচালকরা বলছেন, সভাপতি নয়, আগে গুরুত্ব পাবে পরিচালকদের নির্বাচনই।

তবে বিসিবি নির্বাচনে জিততে হলে কাউন্সিলরদের ভোটেই জিততে হবে পরিচালকদের। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন।

যে কয়েকজন সভাপতি প্রার্থীর কথা শোনা যাচ্ছে এর মধ্যে কে এগিয়ে রয়েছে? সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমি স্পষ্টভাবে একটা কথা বলি এখন যে অবস্থায় রয়েছে সেখানে সভাপতি কে হবে তার আগে ডিরেক্টর কে হবে সেটা গুরুত্বপূর্ণ। তারপর সভাপতি ব্যাপারটা আসবে, তার আগে কেউ বলতে পারবেনা যে সভাপতি কে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন পরিস্থিতি আসলে এই মুহূর্তে।’

সভাপতি হিসেবে যে প্রার্থীদের নাম শোনা যাচ্ছে সে বিষয়ে বাবু বললেন, ‘অনেকের নামই শোনা যাচ্ছে আলোচনায়। এগুলো আসলে হাওয়ায় ভাসতেছে বলবো। এটা তো ওপেন যে কেউ নির্বাচন করতে পারবে, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ইলেকশন করবে কি করবে না।’

পরে মাহবুব আনামকে নিয়ে বাবু স্পষ্ট করে বললেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয়। তার মতো একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ক্রিকেটে অগ্রণী ভূমিকা রয়েছে। দুই যুগ শুধু বোর্ডেই ছিল, তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আমি যদি ভুল না বলে থাকি। সেক্ষেত্রে সে অনেক ভালো বোঝে সে কি করতে হবে কখন কি। এটা তার ব্যক্তিগত ব্যাপার একদমই তবে আমাদের ভিতরে সবচেয়ে অভিজ্ঞ সে।’

সাবেক আরেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর নির্বাচন ইস্যুতে বলেন, ‘আমি চাই ফ্রেশ ব্লাড আসুক এবং যারা পুরোনো আছে তাদের একটা কম্বিনেশন হোক। একই লোক বারবার প্রতিনিধিত্ব করার চেয়ে পুরনো লোক যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যারা নতুন আসবে নতুন আইডিয়া আছে এদের একটা কম্বিনেশন হওয়া উচিত বলে আমি মনে করি।’

রপর তামিমের বিসিবির দায়িত্বে আসা নিয়ে আলমগীর বললেন, ‘আমাদের সভাপতির পদটা এডমিনিস্ট্রেটেড বা কর্পোরেট এরকম না। সাবেক খেলোয়াড়দের মধ্যে এরকম দক্ষতা যদি থাকে তারাও আসতে পারে। তামিমের কথা শোনা যাচ্ছে সেও ভালো ক্যান্ডিডেট, ওর আন্তর্জাতিক ক্রিকেটে অর্জন রয়েছে। ওর যে ক্রিকেট মেধা যে পরিচিতি সে ভালো ক্যান্ডিডেট।’



ফারুক আহমেদের বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে অবশ্য আলামগীর জানালেন, ‘মনে হয় না ফারুক ভাইয়ের খুব একটা কানেকশন আছে। বা যে অবস্থান আছে আমার মনে হয় না উনি করবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমিনুল ইসলাম বুলবুলের কথাও শোনা যাচ্ছে। এখন তো এই দুজনের নামই শোনা যাচ্ছে বেশি। ভালো একজন কেউ আসুক এটাই প্রত্যাশা করি।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে সরকার Aug 22, 2025
img
গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষের ঘোষণা জাতিসংঘের Aug 22, 2025
img
ট্রাম্পের মেয়েকে বিয়ের ইচ্ছে জানাতেই বদলে গেল জীবন! Aug 22, 2025
img
নতুন কমেডি ছবি ‘জামানা ক্যা কাহেগা’-তে একসঙ্গে তাপসী, ফারদিন ও অ্যামি Aug 22, 2025
ইছাপুর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত মাহফুজ আলমের বাবা Aug 22, 2025
img
২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব চেয়েছে ইসি Aug 22, 2025
img
ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা : সাদিক কায়েম Aug 22, 2025
img
আগামীকাল ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী Aug 22, 2025
img
২০১৪ থেকে নিষিদ্ধ ন্যান্সির জীবনে ঘটে যাওয়া ঘটনা সমূহ Aug 22, 2025
img
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা Aug 22, 2025
img
ওয়ানডে অভিষেকেই ধারাবাহিক রেকর্ড প্রোটিয়া ব্যাটসম্যানের Aug 22, 2025
img
কোন বার্তা দিলো 'রক্তবীজ' এর নতুন আইটেম গান? Aug 22, 2025
img
নতুন সিনেমার শুটিংয়ে নামলেন সালমান Aug 22, 2025
img
ভক্তদের কাঁদিয়ে বিদায় নিলেন জনপ্রিয় কমেডিয়ান জসবিন্দর ভাল্লা Aug 22, 2025
img
ভারতে স্বাধীনতা দিবসে লাড্ডু কম পাওয়ায় সরাসরি ফোন মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে Aug 22, 2025
img
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি Aug 22, 2025
img
আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম : নুসরাত Aug 22, 2025
img
ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলাম : নুর Aug 22, 2025
বিদেশি পর্যটকদের জন্য থাইল্যান্ডে অভ্যন্তরীণ ফ্লাইট একদম ফ্রি! Aug 22, 2025
img
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলালের মন্তব্য Aug 22, 2025