ছাত্র আন্দোলনে সমর্থন করায় সরকারের রোষানলে জকোভিচ

সার্বিয়ার শিক্ষার্থী আন্দোলনে সমর্থন জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন টেনিস তারকা নোভাক জকোভিচ। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিচের ঘনিষ্ঠ মিডিয়ায় তাকে ‘দেশবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে। ফলে বেশ চাপের মুখে ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

অবস্থা এমন যে দেশ ছাড়তে পারেন জকোভিচ। পরিবার নিয়ে গ্রিসে চলে যেতে পারেন তিনি। জকোভিচ দেশ ছাড়তে চাইলে সার্বিয়া সরকার নাকি তাকে বাধা দেবে না। সে দেশের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ভুকিচের সমর্থক কয়েকটি সংবাদমাধ্যম ধারাবাহিকভাবে জকোভিচের বিরুদ্ধে প্রচার শুরু করেছে। বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়ের তীব্র সমালোচনা করা হচ্ছে সেসব সংবাদে।



আন্দোলনের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোকার লিখেছিলেন, ‘যুব সমাজের উপর আমার ভরসা রয়েছে। তাদের ক্ষমতার উপর আস্থা রয়েছে। আমার মতে, উন্নত ভবিষ্যতের জন্য তাদের কথা শোনা জরুরি। দেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ। তাদের সম্মান করা উচিত। বিভিন্ন ক্ষেত্রে সার্বিয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।’

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সেটি আন্দোলনে নিহত এক ছাত্রকে উৎসর্গ করেছিলেন জকোভিচ। বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে জকোভিচ যে টি-শার্ট পরে গিয়েছিলেন, তাতে ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স’ লেখা ছিল। তারপর থেকেই প্রেসিডেন্ট ভুকিচের সমর্থক সংবাদমাধ্যমের সমালোচনার লক্ষ্যে পরিণত হয়েছেন তিনি।

জকোভিচের বিরুদ্ধে অভিযোগ, সার্বিয়ার জন্য তার কোনো অবদান নেই। ব্যক্তিগত স্বার্থে দেশের নাম ব্যবহার করেছেন। ৩৮ বছরের এই টেনিস খেলোয়াড়ের গতিবিধির উপর নজর রাখছে প্রশাসনও। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে নিজের দেশেই আর নিজেকে সুরক্ষিত মনে করছেন না জকোভিচ। সরকার বিরোধী কয়েকটা সংবাদমাধ্যমের দাবি, পরিবারের সুরক্ষা এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে গ্রিসের অ্যাথেন্সে চলে যেতে পারেন তিনি।

স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিসকে বেছে নিতে পারেন জকোভিচ। সম্প্রতি গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে একাধিক বার দেখা করেছেন সার্ব তারকা। তাদের সাক্ষাতের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। উভয় পক্ষই সৌজন্য সাক্ষাৎ বললেও জল্পনা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, পরিবার নিয়ে গ্রিসে চলে যেতে পারেন বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়। যদিও জকোভিচ নিজে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এক অভিনেত্রীকে ভালোবেসে ‘ছ্যাকা’ খেয়েছেন তৌসিফ Aug 22, 2025
img
নতুন সিনেমা ঘোষণা দিলেন শাকিব খান, দেখা যাবে গ্যাংস্টার রূপে Aug 22, 2025
img
আন্ডারটেকারের মুখোমুখি হতে পারেন সালমান খান! Aug 22, 2025
img
স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করব না : লুৎফুজ্জামান বাবর Aug 22, 2025
img
প্লেব্যাক নায়ক-পরিচালকের গান, আমি থাকব অডিওতে: প্রিন্স মাহমুদ Aug 22, 2025
img
আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি : থালাপতি বিজয় Aug 22, 2025
img
মোহাম্মদপুরে চান গ্রুপের প্রধান কালাচানকে গ্রেপ্তার করেছে পুলিশ Aug 22, 2025
img
কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কি.মি. যানজট Aug 22, 2025
img
শেষ মুহূর্তে বদলে গেল ভারত-বাংলাদেশ ম্যাচের ভেন্যু Aug 22, 2025
img
ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ তুললেন আবিদুল Aug 22, 2025
img
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহবাগে সমাবেশ Aug 22, 2025
img
শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে সরকার Aug 22, 2025
img
গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষের ঘোষণা জাতিসংঘের Aug 22, 2025
img
ট্রাম্পের মেয়েকে বিয়ের ইচ্ছে জানাতেই বদলে গেল জীবন! Aug 22, 2025
img
নতুন কমেডি ছবি ‘জামানা ক্যা কাহেগা’-তে একসঙ্গে তাপসী, ফারদিন ও অ্যামি Aug 22, 2025
ইছাপুর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত মাহফুজ আলমের বাবা Aug 22, 2025
img
২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব চেয়েছে ইসি Aug 22, 2025
img
ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা : সাদিক কায়েম Aug 22, 2025
img
আগামীকাল ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী Aug 22, 2025
img
২০১৪ থেকে নিষিদ্ধ ন্যান্সির জীবনে ঘটে যাওয়া ঘটনা সমূহ Aug 22, 2025