রিয়াল মাদ্রিদে নতুন প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন জাবি আলোনসো। গ্রীষ্মকালীন দলবদলে তার বেশিরভাগ চাহিদাই পূরণ করেছে ক্লাব বোর্ড। রক্ষণভাগ শক্তিশালী হয়েছে, মিডফিল্ডও সমৃদ্ধ হয়েছে তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর আগমনে। তবে একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেই পূর্ণতা আসেনি, যেখানে কোচ আপাতত নির্ভর করছেন অরেলিয়েন চুঁয়োমেনির ওপর।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ডিফেন্সিভ মিডফিল্ডে বিকল্প খোঁজার তালিকায় রিয়াল মাদ্রিদের নজরে এসেছে ক্রিস্টাল প্যালেসের তরুণ তারকা অ্যাডাম হোয়ার্টন। মাত্র ২১ বছর বয়সেই প্যালেসের হয়ে প্রিমিয়ার লিগে আলো কেড়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। গত মৌসুমে তিনি ২০ ম্যাচে অংশ নেন, এর মধ্যে ১৬টিতে ছিলেন শুরুর একাদশে। তৈরি করেছেন পাঁচটি বড় সুযোগ, গড়ে প্রতি ম্যাচে ১.৩টি কী পাস, সাতটির বেশি রক্ষণাত্মক অ্যাকশন এবং পাঁচটি বল পুনরুদ্ধার করেছেন।
তবে হোয়ার্টনকে দলে টানা সহজ হবে না। ক্রিস্টাল প্যালেস তাকে মূল্যায়ন করেছে প্রায় ৮০ মিলিয়ন ইউরোতে, যা কোনো বড় বিক্রি না হলে দিতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। এর পাশাপাশি ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও হোয়ার্টনের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে। ফলে তাকে দলে ভেড়াতে কঠিন লড়াইয়ে নামতে হতে পারে আলোনসোর দলকে।
এফপি/এসএন