রশিদ খানের ক্যারিয়ারের বিভিন্ন রেকর্ড নিজের করে নিতে চাইবেন অনেক বোলারই। তবে স্যাম কুকের ভাগ্যে যেটা জুটেছে, সেটি হয়তো তার কাম্য ছিল না।
ইংল্যান্ডের এই তারকা পেসার হানড্রেডে লিখলেন অনাকাঙ্ক্ষিত এক ইতিহাস -এক সেট থেকে হজম করলেন রেকর্ড ৩২ রান! এই লিগে ওভারের বদলে ৫ বলে সেট ধরে খেলা হয়।
এতদিন এক সেটে সর্বোচ্চ রান হজম করার রেকর্ড ছিল রশিদ খানের।
গত মৌসুমে এই আফগান তারকা স্পিনার ৫ বলে দিয়েছিলেন ৩০ রান।
ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে ম্যাচে ঘটে এই ঘটনা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ট্রেন্ট রকেটস তোলে ১০০ বলে ১৭১ রান। ৪১ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জো রুট।
জবাবে ১১ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ইনভিন্সিবলস।
ম্যাচের মোড় ঘোরে কুকের সেই রেকর্ড গড়া সেটে। তখন সমীকরণ ছিল ৩৫ বলে ৮৩ রান। তবে কুক এসে ওয়াইড-বাউন্ডারি দিয়ে শুরু করেন।
এরপর আরেক ওয়াইড। কোন বৈধ বল না করেই ৬ রান হজম করে চাপে পড়ে যান তিনি। এরপরের দুই ডেলিভারিতে ছক্কা-চার মিলিয়ে ২ বলে আসে ১৬ রান। পরের ডেলিভারিতে করেন নো বল, সেটাও ছক্কায় পরিণত করেন স্যাম কারেন। দ্য হানড্রেডে নো বল মানে ২ রান।
এরপর ফ্রি হিটে আবার ছক্কা হাকান স্যাম কারেন। এতে মাত্র ৩ বলে আসে ৩০ রান!
শেষ দুই বলে অবশ্য মাত্র ২ রান দেন। পুরো ওভারে ২৪ রান আসে শুধু কারেনের ব্যাট থেকে।
এর আগের সেটে ডেভিড উইলি খরচ করেছিলেন ১৯ রান। টানা দুই সেটে ৫১ রান তোলায় জয়টা সহজ হয়ে যায় ওভালের জন্য। ২৪ বলে ৫৪ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন স্যাম কারেন। অপরাজিত ৩২ বলে ৫৮ রান করেন জর্ডান কক্স।
পিএ/এসএন