অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের অর্ধশতক হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন প্রোটিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকে।
এখন পর্যন্ত চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন ম্যাথু ব্রিটজকে। আর প্রতিটিতেই কোনো না কোনো রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটার। আজ তো বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
কুইন্সল্যান্ডে দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রান করে নাথান এলিসের বলে আউট হন ব্রিটজকে। তার আগেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ব্রিটজকেই প্রথম ক্রিকেটার যিনি নিজের প্রথম চার ম্যাচে বা ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।
এর আগে চার ফিফটিতে ওয়ানডে ক্যারিয়ার শুরু করা আরেক ক্রিকেটার হচ্ছে ভারতের সাবেক ব্যাটসম্যান নভজ্যোৎ সিং সিধু। তবে সিধু নিজের খেলা প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে ফিফটি পেয়েছেন। নিজের তৃতীয় ওয়ানডেতে তাকে ব্যাটিংয়ে নামতে হয়নি।
ব্রিটজকের ওয়ানডে অভিষেক চলতি বছরের ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে ব্রিটজকে করেন ১৫০ রান। সেটি ছিল এই সংস্করণে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড কেড়ে নেন এই ২৬ বছর বয়সি। ১৯৭৮ সালে ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার।
এদিকে ওয়ানডেতে প্রথম চার ইনিংসে খেলে সবচেয়ে বেশি রানও এখন ব্রিটজকের। ওয়ানডেতে খেলা প্রথম চার ইনিংসে তার রান এখন ৩৭৮।
ইএ/এসএন