আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি : থালাপতি বিজয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী বিজেপি’ আখ্যা দিয়ে এই আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা থালাপতি বিজয়।

আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে এমনটা জানান অভিনেতা ও রাজনীতিক।

এ সময় তিনি বিজেপির ওপর রাগও ঝাড়েন। তামিল রাজনীতিতে রুপালি পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয়।

এনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে হালের থালাপতি বিজয়-প্রায় সবাই নিজস্ব স্টাইলেই জয় করেছেন ভোটারদের মন। এবার সেই লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার থালাপতি বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেটরি কাজাগাম-টিভিকে’র দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয়। সেখানেই বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন।

শুধু নিজে লড়ার ঘোষণাই নয়, পাশাপাশি রাজ্য নির্বাচনে কোনো জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। সমাবেশে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকে-কে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’ হিসেবে উল্লেখ করেন।
অভিনেতা বিজয়ের ভাষ্যে, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ডিএমকে-দ্রাবিড় মুনেত্র কাজাগাম।

তামিলাগা ভেটরি কাজাগাম-টিভিকে এমন কোনো দল নয়, যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায়। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’

এরপর তিনি আরো বলেন, ‘সিংহ সব সময়ই সিংহ। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে।

জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কী করে টিকে থাকতে হয়।’

মোদির সমালোচনা করে বিজয় বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।’

দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের দলকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট হিসেবে তুলে আনার চেষ্টা করছেন থালাপতি বিজয়। রাজ্যের ক্ষমতায় থাকা দ্রাবিড় মুনেত্র কাজাগাম-ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে দুই দলেরই বিকল্প হিসেবে নিজের দলকে ভোটারদের সামনে আনার চেষ্টায় রয়েছেন বিজয়।

গত বছর তামিলাগা ভেটরি কাজাগাম-টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয়। এবারই তিনি প্রথমবার নির্বাচনে অংশ নেবেন।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা ওয়াসার আর্থিক বিবরণ ও হিসাব খতিয়ে দেখার জন্য কমিটি গঠন Aug 22, 2025
img
অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার Aug 22, 2025
img
ডিএনসিসির ক্রয় কার্যক্রম সম্পাদনে কমিটি গঠন Aug 22, 2025
img
ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ বাড়ালো দিয়াস Aug 22, 2025
img
আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না : রিজভী Aug 22, 2025
img
আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই : নুর Aug 22, 2025
img
ঐকমত্য কমিশনে মতামত দেয়নি যেসব দল Aug 22, 2025
img
পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে পাকিস্তানের বিবৃতি Aug 22, 2025
img
এমন সিনেমা বানাব, যা বিশ্বে তোলপাড় লাগিয়ে দিবে : জয় Aug 22, 2025
img
জুলাই সনদের খসড়া নিয়ে মতামত জানিয়েছে ২৩টি রাজনৈতিক দল Aug 22, 2025
img
ডাকসু নির্বাচনে ক্যাম্পাসের ব্যানার-বিলবোর্ড সরানোর নির্দেশ Aug 22, 2025
img
নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিথরদেহ মিলল মেঘনা নদীতে Aug 22, 2025
img
ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ: নুরুল হক নুর Aug 22, 2025
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরান দেখালো শক্তি! Aug 22, 2025
img
ভারতের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা Aug 22, 2025
img
ডাকসুর এজিএস পদে এক দলের ৪ প্রার্থী Aug 22, 2025
img
আমার ট্রেনিংয়ের দরকার আছে : সারিকা সাবাহ Aug 22, 2025
Amir's glorious achievement of 400 wickets! | Mohammad Amir Aug 22, 2025
বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে জ্বালাময়ী বক্তব্য দিলেন ব্যারিস্টার ফুয়াদ Aug 22, 2025
“শিক্ষার্থী ঐক্য ফোরাম” নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা বাগছাসের Aug 22, 2025