ম্যানচেস্টার সিটির সঙ্গে রুবেন দিয়াসের চুক্তি আরও দুই বছর বাড়িয়ে ২০২৯ পর্যন্ত নবায়ন করা হয়েছে, যেখানে এক বছরের অতিরিক্ত বিকল্পও সংযুক্ত রয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
ম্যানচেস্টার সিটির সঙ্গে রুবেন দিয়াসের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আরও দুই বছর মেয়াদ বাড়াল ক্লাবটি। সেইসঙ্গে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকছে।
২০২০ সালে বেনফিকা থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন রুবেন দিয়াস। প্রথম মৌসুমেই ক্লাবটির হয়ে বাজিমাত করেছিলেন এই ফুটবলার। ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন পর্তুগালের এই সেন্টারব্যাক।
ইংলিশ ক্লাবটির হয়ে বেশ কয়েকটি শিরোপার স্বাদও পেয়েছেন দিয়াস। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১০টি শিরোপা জিতেছেন দিয়াস। যার মধ্যে রয়েছে ২০২৩ সালে ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের কীর্তি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে এখন পর্যন্ত ২২৩টি ম্যাচ খেলেছেন দিয়াস। ৪টি গোল করার পাশাপাশি তার অ্যাসিস্ট আছে ৫টি।
চুক্তির মেয়াদ বাড়ানোর পর দিয়াস জানিয়েছেন, ‘এই বড় ক্লাবের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। আমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি মিলে যায় এবং একজন ফুটবলার হিসেবে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’
ইএ/টিকে