জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের শামীম বলেছেন, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন, এ যাত্রায় যত বাধা আসবে তা প্রতিহত করতে আমাদের সজাগ থাকতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
অনতিবিলম্বে সরকারকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়ে চট্টগ্রাম বিভাগে বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। রমজানের আগে মাঝামাঝি সময়ে এই নির্বাচন অবশ্যই হতে হবে, কোনোভাবেই কালক্ষেপণ করা যাবে না এবং শিগগিরই রোডম্যাপ দিতে হবে।
দীর্ঘদিন পর উখিয়ায় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বক্তব্যে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হয়ে 'ধানের শীষ' প্রতীকের বিজয় 'সুনিশ্চিত' করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সম্মেলন-পরবর্তী কাউন্সিলে ৭১ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উখিয়া উপজেলা বিএনপির সভাপতি পদে সরোয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ চৌধুরী পুনরায় মনোনীত হন।
কেএন/টিএ