প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির মাধ্যমেই শক্তিশালী অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ। শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষির বড় সুফলও মিলবে।
শনিবার (২২ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যায়িত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে অনেকে। কিন্তু দরকষাকষিতে সফল হয়েছে সরকার।
তিনি জানান, মার্কিন শুল্ক ঝড়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েক দফার আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। আরোপিত ৩৭ শতাংশের শুল্ক নেমে আসে ২০ শতাংশে। এর মাধ্যমে রপ্তানি বাজারে প্রতিযোগী দেশ চীন, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
এদিকে এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অশুল্ক বাধা দূর করার পরামর্শ তাদের।
এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলি হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাগিদ দিয়েছেন, আঞ্চলিক অশুল্ক বাধা দূর করারও। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা দুরূহ হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা।
কেএন/টিকে