পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনোভাবেই কোনা মেগাপ্রকল্প অন্তবর্তী সরকার গ্রহণ করবে না। মেগাপ্রকল্প গ্রহণের আগে প্রকৃতির ওপর কী প্রভাব পড়বে সেটা একেবারে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে নেওয়া হবে। অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া কোনো গাছও কাটা হবে না।
শনিবার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।
উপদেষ্টা বলেন, ‘আমাদের সাংস্কৃতি কত বৈচিত্র্যময়, কত সমৃদ্ধ তা এ প্রজন্মের জানার খুব প্রয়োজন আছে। বাংলাদেশকে নিয়ে যখন আমরা গান করি পদ্মা, মেঘনা, সুরমা যমুনা নদীগুলোকে নিজেদের পরিচয় নির্ধারণ করি। এসব নদী আমাদের চোখের সামনে দূষিত হয়ে যাবে, মরে যাবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রকৃতির সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে।’
নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘তরুণরাই প্রথম এ দেশে বৈষম্যের কালচার ভাঙার ডাক দিয়েছেন। জীবনের অনেক বছর পার করেছি বৈষম্য নিয়ে। বৈষম্য ভাঙার ডাক দিতে হবে এ কথাটা তরুণদের আগে কেউ বলেনি।
এমকে/টিকে