বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা আল্লাহ্’র সঙ্গে পাল্লা দিয়েছিল বলেই রান্না করা বাড়া ভাত না খেয়েই তাকে পালাতে হয়েছে।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে অপেক্ষা করছে। কিন্তু নতুন পদ্ধতিতে কীসের পিআর-টিআর এটা বাংলাদেশের মানুষ খায় না, দেখে না।’
শনিবার (২৩ আগস্ট) জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
টুকু বলেন, ‘এবারের নির্বাচন দেশের সবচেয়ে বেশি কঠিন নির্বাচন। তাই দলের নেতা যারা হবেন তাদের কাজ করতে হবে। আমরা মিটিং ডাকব, পদ পেয়ে বলবেন, আজকে আমার জ্বর আজ আমাকে বাদ রাখেন। এ রাজনীতি বিএনপিতে আগামী দিনে হবে না।’
তিনি বলেন, ‘এ সরকার যদিও দেরি করেছে, কিন্তু দেশে একটা নির্বাচন হবে, সেই ঘোষণা দিয়েছেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা নিয়ে এখন নানা রকম কথা হচ্ছে। একটা নতুন আবিষ্কার হয়েছে। তা কী? পিআর পদ্ধতি। আমি ফেসবুকে দেখলাম, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন, ভাই পিআর পদ্ধতি কী? পিআর পদ্ধতি হচ্ছে, ভোট দেবেন সন্দ্বীপে, আর প্রার্থীরা থাকবে মালদ্বীপে। আমাদের বাংলাদেশের মানুষ, যারা ভোট করে, ভোট দেয় তারা তাদের প্রার্থীকে দেখতে চায়। যে লোকটাকে আমি এমপি বানাব, তার কাছে আমি আসতে পারব কিনা, তার ঠিকানা ঠিক মতো আছে কিনা। এসব দেখে ভোট দেয়।’
দীর্ঘ ৯ বছর পর সম্মেলনকে কেন্দ্র করে জামালপুর শহর নেতাকর্মীদের মিছিলে মিছিলে উৎসবের নগরীতে পরিণত হয়। সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিট এবং জেলার ৭ উপজেলা থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে ১৫১৫ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে জেলা বিএনপির আগামী ৩ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবীর তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
কেএন/টিকে