কুমিল্লা নগরীতে ২৭ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। নগরীতে ভয়ের সংস্কৃতি তৈরি করা আলোচিত ‘আরডিএক্স’ ও ‘সিডিএক্স’ নামের সক্রিয় দুই কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ২৭ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে আরডিএক্স গ্রুপের প্রধান ইফতি(১৮) এবং সিডিএক্স গ্রুপের প্রধান সাইমুনকে (১৫) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাদের।
আটক অন্যরা হলেন- সাগর (১৫), নয়ন (১৫), ফাহাদ (১৭), নাফিজুল (১৫), সাগর (১৯), তুষার (১৬), রাশেদ (১৭), মুন্না (১৬), সুজয় (১৫), রিফাত (১৮), মাহফুজ (১৪), শ্রীনাম (১৬), তুহিন (১৫), রাইয়ান (১৪), আপন (১৬), পিযুষ (১২), জিসান (১২), পিয়াস (১৮), রাফি (১৭), জীবন (১৮), সিনহা (২০), আজমীর (১৮), সজীব (১৯), আমীর (২১) ও সাকিব (১৯)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সম্প্রতি কুমিল্লা নগরীসহ জেলার প্রত্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছিল। সে কারণে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযানটি চালানো হয়। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
পিএ/টিকে