ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মনে করছেন, আসন্ন এশিয়া কাপে শিরোপা উঠবে অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতীয় দলে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার, যার নির্ভীক নেতৃত্বে শেবাগ বিশ্বাস করেন ভারতের আধিপত্য বজায় থাকবে।
ভারতের সাবেক ওপেনার শেবাগ বর্তমানে স্কোয়াডে মুগ্ধ। তার পাশাপাশি তিনি মুগ্ধ ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেও। তাই এশিয়া কাপের ট্রফিটাও সূর্যকুমারের হাতেই দেখছেন তিনি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের সম্মিলিত সিদ্ধান্তে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে। এর আগেও নানা সময়ে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করতে হয়েছিল সূর্যকুমারকে। তার পাশাপাশি অধিনায়ক হিসেবেও ভালোই সফল তিনি।
আসন্ন এশিয়া কাপে সূর্যকুমারের অধীনে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সহ-অধিনায়ক হিসেবে দলে আছেন শুভমান গিল। এশিয়া কাপের শিরোপাটা যে ভারতই জিতবে এবার আর সূর্যকুমারের হাতেই যে শিরোপাটা উঠবে এক অনুষ্ঠানে তা জানিয়েছেন শেবাগ।
সনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে শেবাগ বলেন, ‘ভারতের এই দলে তরুণ ও অভিজ্ঞদের সঠিক মিশ্রণ রয়েছে এবং সূর্যকুমারের নির্ভীক নেতৃত্বে তারা আবারও এশিয়া কাপে আধিপত্য করতে পারে। তার আক্রমণাত্মক মানসিকতা টি-টোয়েন্টি সংস্করণের সঙ্গে পুরোপুরি মানানসই। আর দল যদি একই অভিপ্রায় নিয়ে খেলে, তাহলে ভারতের শিরোপা জয়ের ব্যাপারে আমার কোন সন্দেহ নেই।’
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী ১০ সেপ্টেম্বর আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান।
এশিয়া কাপে ভারতের স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ জাদব, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্শিত রানা ও রিঙ্কু সিং।
ইএ/টিকে