সিরি আ'র বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। সাসসুওলোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে নাপোলি। আর নাপোলিতে অভিষেক ম্যাচেই ফ্রি কিক থেকে গোল করেছেন কেভিন ডি ব্রুইনা। এদিকে রাতের আরেক ম্যাচে এসি মিলানের হয়ে মদ্রিচের অভিষেকটা ভালো হয়নি। হার দিয়ে মৌসুম শুরু করেছে তারা।
পুরো ম্যাচে আধিপত্য নিয়ে খেলা নাপোলি ম্যাচের প্রথম গোল আদায় করে নেয় ১৭তম মিনিটে। স্কট ম্যাকটোমিনে ইতালিয়ান চ্যাম্পিয়নদের লিড এনে দেন। এরপর প্রথম হাফে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয় হাফে আরও এক গোল করে নাপোলি। ৫৭তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন সাবেক ম্যানচেস্টার সিটির ফুটবলার ডি ব্রুইনা। আসলে ডি ব্রুইনা ক্রস করেছিলো ডি বক্সে থাকা কাউকে হেড করার জন্য। তবে বল কারো মাথায় ছোঁয়া লাগেনি, আর প্রতিপক্ষের গোলরক্ষকও তা ধরতে পারেনি। ফলে বল জালে ঢুকে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শুভ সূচনা করে নাপোলি।
এদিকে, নাপোলি জয় পেলেও জয় পায়নি ইতালির আরেক জায়ান্ট এসি মিলান। চলতি মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা ক্রিমোনিজের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে মিলান। এদিন মিলানের শুরুর একাদশেই সুযোগ পেয়েছিলেন লুকা মদ্রিচ। তবে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
ইএ/টিকে