ইংল্যান্ডের ফরোয়ার্ড এবেরেচি এজে ক্রিস্টাল প্যালেস ছাড়িয়ে ৬০ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছেন। ম্যানেজার মিকেল আরতেতার মতে, শক্তিশালী ও সৃজনশীল এই ফুটবলার দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবেন, আর শৈশবের প্রিয় ক্লাবে ফেরার অনুভূতি এজের চোখেমুখে স্পষ্ট।
লিডসের বিপক্ষে ম্যাচের আগে আর্সেনাল জার্সি পরে মাঠে ঢুকতেই সমর্থকদের উচ্ছ্বাসে ভরে ওঠে স্টেডিয়াম। ম্যানেজার মিকেল আরতেতা তাকে বর্ণনা করেছেন ‘শক্তিশালী ও সৃজনশীল ফুটবলার’ হিসেবে, যিনি দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবেন।
টটেনহ্যামের সঙ্গে প্রায় সম্পন্ন হওয়া চুক্তি শেষ মুহূর্তে ভেঙে দিয়ে এজে আর্সেনালে যোগ দেওয়ায় বড় ধাক্কা খেয়েছে স্পার্স। হাভার্টজের চোটের কারণে বিকল্প খুঁজতে গিয়ে এজেকে টেনে আনায় ক্লাবের বাজার ব্যয় ছাড়িয়েছে ২০০ মিলিয়ন পাউন্ড।
প্যালেসের হয়ে ১৬৯ ম্যাচে ৪০ গোল করা এজে গত মৌসুমে জ্বলে উঠেছিলেন ১৪ গোল ও ১২ অ্যাসিস্টে। বিদায়ী বার্তায় তিনি বলেছেন, ‘প্যালেস সবসময় আমার হৃদয়ে থাকবে। কঠিন সময়ের প্রতিটি মুহূর্তে সমর্থকদের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে।’
ইএ/টিকে