মেক্সিকোর মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল শনিবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছ।
শুক্রবার (২২ আগস্ট) রাতে কুয়েরেতারো শহর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। সিভিল প্রোটেকশনের প্রতিবেদনে বলা হয়েছে, তারা বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন।
শহরটিতে প্রবল বৃষ্টিপাতের ফলে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয় এবং ফেডারেল সরকার সেনাবাহিনীর জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা চালু করে।
এ ছাড়া খারাপ আবহাওয়ার কারণে মেক্সিকো সিটির বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়। এটি লাতিন আমেরিকার অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। এর আগে মাসের শুরুতেও মেক্সিকোর রাজধানী ও আশপাশে বন্যার কারণে বিমান চলাচলে ব্যাঘাত ঘটে।
মেক্সিকোতে প্রতি বছর মে থেকে নভেম্বর মাস পর্যন্ত বড় ধরনের ঝড়-বৃষ্টি হয়ে থাকে। তবে চলতি বছর রাজধানীতে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, যা রেকর্ড বলছে ১৯৫২ সালের পর সবচেয়ে বেশি। দেশটির জাতীয় পানি কমিশন জানিয়েছে, ২০২৫ সালের জুন মাস ছিল ১৯৮৫ সালের পর তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস। বিজ্ঞানীরা বলছেন, মানব সৃস্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়া আরো চরম ও অস্বাভাবিক হয়ে উঠছে, যা ধ্বংসাত্মক বন্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
সূত্র : এএফপি
পিএ/টিকে