বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, সুযোগ-সুবিধার ঘাটতি থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জের ক্রিকেটের এমন শক্তি রয়েছে যে, দেশের বাকি ৬৩ জেলা এ জেলাকে ভয় পায়।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা অক্টু অফিস এলাকার জেলা ক্রীড়া কমপ্লেক্সে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত “ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বুলবুল বলেন, “নারায়ণগঞ্জ শুধু ক্রিকেটারই গড়ে তোলে না, এখানে ক্রিকেটের ইতিহাসও লেখা হয়েছে। এখানকার ক্রিকেটের ঐতিহ্য বাংলাদেশকে অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড় উপহার দিয়েছে।”
এর আগে ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন করে তিনি স্টেডিয়ামের খারাপ অবস্থার প্রতি আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, “এই স্টেডিয়ামে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়েছে। স্টেডিয়ামের দুরবস্থা দেখে আমি সত্যিই দুঃখ পেয়েছি। শিগগিরই এর সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে বিসিবির পরিকল্পনার কথাও উল্লেখ করে বুলবুল জানান, গ্রাউন্ড ফেসিলিটি, কোচিং ডেভেলপমেন্টসহ চারটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি আধুনিক কোচিং সুবিধা সম্প্রসারণের আশ্বাস দেন।
বুলবুল আরও বলেন, “পরিবার এবং সন্তানদের ক্রিকেটে যে উৎসাহ দেওয়া হয়েছে, তা তাদের শুধু ভালো খেলোয়াড় নয়, ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তুলবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রুপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, কোয়াব নারায়ণগঞ্জের সভাপতি জাকারিয়া ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎ প্রমুখ।
এসএস/টিকে