৮ বছর পেরিয়ে গেলেও ‘বাড়ি ফেরার' অপেক্ষায় রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়িত হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশ অভিমুখে অনিশ্চিত যাত্রার ৮ বছর পূর্ণ হয়েছে আজ। সোমবার (২৫ আগস্ট) দিনটিকে ‘রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস’ হিসেবে পালন করেছেন উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রিত রোহিঙ্গারা।

সকাল থেকে দুপুর পর্যন্ত কমপক্ষে ৫টি পৃথক জায়গায় লাখো রোহিঙ্গার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ। সকাল ১০টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উখিয়ার রাজাপালংয়ের মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল খেলার মাঠে সবচেয়ে বড় সমাবেশটি শুরু হয়। যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা লক্ষাধিক রোহিঙ্গা।

শিশু-যুবক থেকে শুরু নারীদের উপস্থিতিতে পরিপূর্ণ সমাবেশস্থলে ‘উই ওয়ান্ট জাস্টিস’,‘আরকান ইজ আওয়ার হোম’, ‘উই উইল গো হোম, ওয়ার্ল্ড লিসেন টু আস’ ইত্যাদি লেখা সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড দেখা গেছে অংশগ্রহণকারীদের হাতে।

সমাবেশে বক্তব্যে এফডিএন রোহিঙ্গা রিপ্রেজেনটেটিভ কমিটির মুখপাত্র রোহিঙ্গা নেতা মাস্টার কামাল বলেন, আমরা যে কোনো মুহূর্তে ঘরে ফিরতে প্রস্তুত, বিশ্বকে আমাদের আকুতি শুনতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। আমরাও মানুষ, আমাদেরও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আর সেই অধিকার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে।

এ সময় ‘২৫ আগস্ট, আমরা যা দেখেছি’ শীর্ষক বক্তব্যে ২০১৭ সালের ভয়াবহ নৃশংসতার বিবরণ দেন রোহিঙ্গা তরুণ মোহাম্মদ সলিম, রফিক ও মাইয়ু ইসলাম।

তারা বলেন, এক কাপড়ে আমরা বহুদূর হেঁটে বাংলাদেশে প্রাণ বাঁচাতে এসেছি। আমাদের ওপর নৃশংস গণহত্যা চালানো হয়েছে, যে ক্ষত কখনো ভুলে যাবার নয়।

‘আমাদের যা প্রয়োজন’ শিরোনামে বক্তব্য দেন আব্দুল মোতালেব ও মোহাম্মদ সাদেক। এ সময় তারা নিরাপত্তা, মর্যাদাসহ প্রত্যাবাসনের মূল দাবির পাশাপাশি রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ইংরেজিতে বক্তব্য দেন রোহিঙ্গা তরুণী জাহান নুর। তিনি বলেন, রাখাইনে এখনো রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে, আরকান আর্মির হাতে আমাদের ভাই-বোনেরা প্রাণ হারাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে নিপীড়ন বন্ধে এগিয়ে আসতে হবে।

সমাবেশে রোহিঙ্গা তারানা (গান) পরিবেশনের পাশাপাশি তরুণদের কণ্ঠে ছিলো ইংরেজি, বার্মিজ ও রোহিঙ্গা ভাষায় কবিতা আবৃত্তি।

মৌলভি আবদুল গণির আবেগাপ্লুত কন্ঠে মোনাজাত দিয়ে শেষ হয় সমাবেশ। এ সময় সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে অশ্রুসিক্ত প্রার্থনা করেন রোহিঙ্গারা।

৪নং রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও উখিয়ার ১-ওয়েস্ট ক্যাম্প, ৯ নং রোহিঙ্গা ক্যাম্পেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ক্যাম্পে যখন সমাবেশ চলছিল ইনানীর সমুদ্র সৈকত পাড়ের হোটেল বে-ওয়াচে রোহিঙ্গাবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ৭ দফা কর্ম পরিকল্পনা প্রস্তাব করেন।

সম্মেলনটিকে বলা হচ্ছে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের রোহিঙ্গাবিষয়ক সম্মেলনের আগে প্রস্তুতিমূলক আয়োজন। আগামীকাল ২৬ আগস্ট অংশগ্রহণকারীদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হবে এই সম্মেলন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা ৪ জানুয়ারি Jan 01, 2026
img
বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা Jan 01, 2026
img
পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী আজ Jan 01, 2026
img
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিয়ে শায়খ আহমাদুল্লাহ ও আজহারীর মন্তব্য Jan 01, 2026
img
মির্জা ফখরুলের বছরে আয় ১১ লাখ Jan 01, 2026
img
টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস Jan 01, 2026
img
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত Jan 01, 2026
img
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী: সালাহউদ্দিন আহমেদ Jan 01, 2026
img
ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত Jan 01, 2026
img
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং Jan 01, 2026
img
বিয়েতে মসলিন শাড়ি মানেই ঐতিহ্যের নরম ছোঁয়া! Jan 01, 2026
img
আয়-সম্পদের হিসেবে জোনায়েদ সাকিকে ছাড়িয়ে স্ত্রী Jan 01, 2026
img
মুখে অদ্ভুত চিত্র, পাশে আনুশকা, কী বার্তা দিলেন কোহলি? Jan 01, 2026
img
ছুটিতে রাশমিকা-বিজয়, নতুন বছরের পোস্টে তুমুল আলোচনা Jan 01, 2026
img
ডিসেম্বরে ১ বিলিয়নের বেশি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক Jan 01, 2026
img
নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’ Jan 01, 2026
img
শ্রদ্ধা জানাতে খালেদা জিয়ার কবরে জনস্রোত Jan 01, 2026
img
স্ত্রীসহ দুদকের আসামি আ. লীগের সাবেক কাউন্সিলর Jan 01, 2026
img
পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান Jan 01, 2026
img
সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো খালেদা জিয়ার সমাধিস্থল Jan 01, 2026