বাংলাদেশিদের পক্ষে অবস্থান, মানবাধিকার কর্মীর মন্তব্যে ভারতে তোলপাড়

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে প্রশাসনের ব্যাপক ধরপাকড়ের কড়া সমালোচনা করেছেন দেশটির পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী সৈয়দা সাইয়্যেদিন হামিদ। তিনি বলেছেন, বাংলাদেশিরাও মানুষ এবং ভারতে তাদের বসবাসের অধিকার আছে। বাংলাদেশিদের নিয়ে হামিদের এমন মন্তব্যে দেশটিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, মানবতার নামে ভ্রান্তিকর কথাবার্তা বলছেন সৈয়দা হামিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৈয়দা হামিদের মন্তব্যের নিন্দা জানিয়েছেন কিরেন রিজিজু। একই সঙ্গে তার মন্তব্য ‘মানবতার নামে বিভ্রান্তিকর’ বলে অভিযোগ করেছেন দেশটির এই মন্ত্রী। তিনি বলেছেন, এই ধরনের মন্তব্য ভারতের সার্বভৌমত্ব ও পরিচয়কে দুর্বল করে ফেলার শামিল। এ ছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও দেশটির অন্যান্য রাজনীতিকরাও সৈয়দা হামিদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

কিরেন রিজিজু বলেছেন, ‘‘এটা আমাদের ভূমি ও জাতিসত্ত্বার বিষয়। বাংলাদেশ ও পাকিস্তানে সংখ্যালঘু বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও শিখদের ওপর কেন নির্যাতন ও নিপীড়ন চালানো হয়? সৈয়দা হামিদ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছের হতে পারেন, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থন করা উচিত নয় তার।’’

দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন সৈয়দা হামিদ। সম্প্রতি আসাম সফরে গিয়ে অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে সরকারের সমালোচনা করেন। তার সেই সমালোচনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে তিনি বলেন, ‘‘বাংলাদেশিরাও মানুষ এবং তাদের ভারতের মাটিতে বসবাসের অধিকার আছে।’’

আসামে চলমান উচ্ছেদ অভিযান ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘‘তারা যদি বাংলাদেশি হয় তাতে দোষ কোথায়? বাংলাদেশিরাও তো মানুষ। পৃথিবী এত বড়, বাংলাদেশিরা এখানে থাকতে পারেন। কাউকে বঞ্চিত করা যাবে না।’’

সৈয়দা হামিদ বলেন, ‘‘আল্লাহ এই পৃথিবী মানুষের জন্য সৃষ্টি করেছেন, শয়তানদের জন্য নয়। একজন মানুষ যদি পৃথিবীতে দাঁড়িয়ে থাকেন, তাকে উৎখাত করা মুসলমানদের কাছে কিয়ামতের মতো।’’ তিনি অভিযোগ করেন, আসাম সরকার মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অবৈধ অভিবাসীরা ভারতীয়দের অধিকার কেড়ে নিচ্ছে, এ ধরনের যুক্তি চরম বিভ্রান্তিকর ও মানবতার পরিপন্থী।

ভারতের অরুণাচল প্রদেশের বাসিন্দা ও দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার বিষয়ে ব্যাপক সোচ্চার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও অবৈধ অভিবাসীদের সমর্থন দেওয়ার চেষ্টার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। রোববার এক্সে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী শর্মা লিখেছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান লড়াইকে দুর্বল করে দেওয়ার পরিকল্পিত চেষ্টা হচ্ছে।

‘‘গতকাল জামাত-ই-হিন্দ আমার পদত্যাগ দাবি করে উত্তেজনা ছড়ানোর পর হর্ষ মন্দার, ওয়াজাহাত হাবিবুল্লাহ, ফায়াজ শাহিন, প্রশান্ত ভূষণ ও জওহর সিরকারের নেতৃত্বাধীন দিল্লি-ভিত্তিক একটি দল এখন আসামে ক্যাম্প করছে। তাদের একমাত্র উদ্দেশ্য হলো বৈধ উচ্ছেদ অভিযানকে তথাকথিত ‘মানবিক সঙ্কট’ হিসেবে দেখানো।’’

তিনি বলেন, এটা অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই দুর্বল করার পরিকল্পিত প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। আমরা সতর্ক ও অটল আছি; কোনও অপপ্রচার কিংবা চাপ আমাদের ভূমি ও সংস্কৃতি রক্ষার লড়াই থেকে বিরত রাখতে পারবে না।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কৃতির দীর্ঘ ব্যর্থতার পর নতুন আত্মবিশ্বাসের অধ্যায় Dec 06, 2025
img
প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে: ওয়াহাব আকন্দ Dec 06, 2025
img
কাজল-টুইঙ্কলের অনুষ্ঠানে না থাকা নিয়ে শাহরুখ খানের মন্তব্য Dec 06, 2025
img
চন্দননগরে নতুন জীবন শুরু মৌবনীর, মধুচন্দ্রিমায় কোথায় যাবেন? Dec 06, 2025
img
পুরো দেশের মানুষ এক হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে: সুলতান সালাউদ্দিন টুকু Dec 06, 2025
img
রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর কান্নায় ভেঙে পড়েন ক্যাটরিনা Dec 06, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা কামনায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা Dec 06, 2025
img
আমরা ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির Dec 06, 2025
img
মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল, তালিকায় ৩০টির বেশি দেশ Dec 06, 2025
img
দেশের কারাগারগুলোর মধ্যে কোরআনের তালিম দেওয়া শুরু করেছি: ধর্ম উপদেষ্টা Dec 06, 2025
img
২০২৬ বিশ্বকাপের গ্রপপর্বে ব্রাজিলের প্রতিপক্ষ যারা Dec 06, 2025
img
২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন গ্রুপভিত্তিক দলগুলো Dec 06, 2025
img
ভূমিকম্পের ঝুঁকিতে রাজধানীর ১৫ এলাকা! Dec 06, 2025
img
বিএনপি সরকার গঠন করলে বহুজাতিক প্রতিষ্ঠানের পেছনে ঘুরতে হবে না: খসরু Dec 06, 2025
img
মাস্কের এক্সকে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা ইইউ’র, যুক্তরাষ্ট্রের ক্ষোভ Dec 06, 2025
img
বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু Dec 06, 2025
img
মনোনয়নবঞ্চিত হওয়ার প্রতিবাদে বিএনপি নেতার মশাল মিছিল Dec 06, 2025
img
সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক : নাহিদ ইসলাম Dec 06, 2025
img
নির্বাচন-নির্বাচন করে তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম Dec 06, 2025
img
‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প Dec 06, 2025