একটু সময় দেন, সিন্ডিকেটের কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না: বিমান উপদেষ্টা

একটু সময় চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সিন্ডিকেট করে বিমান ভাড়া বাড়ানো, কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না।

সোমবার (২৫ আগস্ট) এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংখ্যা হাজার পাঁচেক। আমাদের জানামতে, অনিবন্ধিত প্রায় ২০ হাজারের ওপর ট্রাভেল এজেন্ট রয়েছে। পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা সবাই মিলে একটা কৃত্রিম সংকট তৈরি করছে। একটা টিকিটের পেছনে এতগুলো লোক ছোটে। আমরা তদন্তে দেখেছি, যিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করেন তার নিজস্ব ট্রাভেল এজেন্সি রয়েছে।

ট্রাভেল এজেন্সিগুলোকে টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন উপদেষ্টা। বলেন, ‘তদন্তে আমরা দেখেছি, শুধু অফলাইন ট্রাভেল এজেন্সি নয়, অনলাইন ট্রাভেল এজেন্টের ক্ষেত্রেও মারাত্মক দুর্বৃত্তায়ন হচ্ছে। আমাদের দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে।’

যারা নৈরাজ্য করছে এমন ট্রাভেল এজেন্টের তালিকা করছেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চয়ই করেছি। তদন্তের স্বার্থে আমরা সংখ্যায় যাব না। আমরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ সামগ্রিকভাবে এই নৈরাজ্য থামাতে চাই। এজন্য আমরা সব অংশীজনদের সঙ্গে বসেছি।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা ম্যাজিস্ট্রেটদের কিছু সুনির্দিষ্ট গন্তব্য বলে দিয়েছি। আমরা মনে করি এই গন্তব্যগুলোতেই নৈরাজ্য সবচেয়ে বেশি। একটি সংখ্যা বলে দিয়েছি, প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেটকে চারটি দাগে প্রত্যেক দিন একটি রিপোর্ট দিতে হবে। ওই রিপোর্টের ভিত্তিতে আমাদের যে আইনি সক্ষমতা আছে, আমরা পরিপূর্ণভাবে সেটা প্রয়োগ করব; সে যে-ই হোক।’

বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট রয়েছে— উল্লেখ করে তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও একজন বাড়ানো হবে।

উপদেষ্টা বলেন, ‘আমরা চিন্তা করেছি, যে ট্রাভেল এজেন্টকে (সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত) আমরা পাব, প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করব। আমাকে একটু সময় দেন। এটুকু নিশ্চিত থাকেন, কেউ এই ছাই দেওয়া হাত থেকে বের হয়ে যেতে পারবে না। সে কে— এটা কোনো বিষয় নয়। তারা যদি আমার পরিবারের কোনো সদস্য হয়ে থাকে, আমার কোনো বন্ধু হয়ে থাকে; আমার কোনো পরিচিতজন হয়ে থাকে, যারাই নৈরাজ্যের সঙ্গে জড়িত, কখনো কোনোভাবেই রেহাই পাবে না।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী, কেউ টিকিটের গায়ে মূল্য না লিখলে তার লাইসেন্স বাতিল ও কারাদণ্ড— উভয় দণ্ডেই দণ্ডিত করা যাবে।
সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন Nov 17, 2025
img
কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন Nov 17, 2025
img
শেখ হাসিনার মামলার রায়, ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা Nov 17, 2025
img
রাজধানীর মহাখালীতে ককটেল বিস্ফোরণ Nov 17, 2025
img
ছুটি মিলল না, ক্রিকেটারদের হারের শাস্তি দিলেন কোচ গম্ভীর! Nov 17, 2025
img
ভালোবাসা আড়ম্বর নয়, যত্নের মধ্যেই সৌন্দর্য দেখছেন অনুষ্কা শর্মা Nov 17, 2025
img
নাশকতার প্রস্তুতির সময় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার Nov 17, 2025
img
মোহাম্মদপুরে রিভলভারসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Nov 17, 2025
img
সারা দেশে গণপরিবহন চলবে আজ : শ্রমিক ফেডারেশন Nov 17, 2025
img
মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে ৪ ককটেল বিস্ফোরণ, আহত ২ Nov 17, 2025
img
ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন Nov 17, 2025
img

হাসিনার রায় প্রসঙ্গে মোস্তফা ফিরোজ

সোমবার কারো কাছে ঈদের আনন্দ, আবার কারো কাছে বিষাদ সিন্ধু Nov 17, 2025
img
ঢাকায় বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ Nov 17, 2025
img
সোমবার শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে ডাকসু Nov 17, 2025
img
মুশফিকই আমাদের মিস্টার ক্রিকেট: হাবিবুল বাশার Nov 16, 2025
img
বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচের আগে রোনালদোর আবেগঘন বার্তা Nov 16, 2025
img
শুটিংয়ে দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিয়াসা Nov 16, 2025
img
মূলপর্বে খেলার আশা নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ Nov 16, 2025
img
সৌদি প্রিন্সের যুক্তরাষ্ট্র সফর ; সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত Nov 16, 2025
img
ময়মনসিংহে এনসিপি নেতার পদত্যাগ Nov 16, 2025