একটু সময় দেন, সিন্ডিকেটের কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না: বিমান উপদেষ্টা

একটু সময় চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সিন্ডিকেট করে বিমান ভাড়া বাড়ানো, কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না।

সোমবার (২৫ আগস্ট) এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংখ্যা হাজার পাঁচেক। আমাদের জানামতে, অনিবন্ধিত প্রায় ২০ হাজারের ওপর ট্রাভেল এজেন্ট রয়েছে। পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা সবাই মিলে একটা কৃত্রিম সংকট তৈরি করছে। একটা টিকিটের পেছনে এতগুলো লোক ছোটে। আমরা তদন্তে দেখেছি, যিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করেন তার নিজস্ব ট্রাভেল এজেন্সি রয়েছে।

ট্রাভেল এজেন্সিগুলোকে টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন উপদেষ্টা। বলেন, ‘তদন্তে আমরা দেখেছি, শুধু অফলাইন ট্রাভেল এজেন্সি নয়, অনলাইন ট্রাভেল এজেন্টের ক্ষেত্রেও মারাত্মক দুর্বৃত্তায়ন হচ্ছে। আমাদের দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে।’

যারা নৈরাজ্য করছে এমন ট্রাভেল এজেন্টের তালিকা করছেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চয়ই করেছি। তদন্তের স্বার্থে আমরা সংখ্যায় যাব না। আমরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ সামগ্রিকভাবে এই নৈরাজ্য থামাতে চাই। এজন্য আমরা সব অংশীজনদের সঙ্গে বসেছি।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা ম্যাজিস্ট্রেটদের কিছু সুনির্দিষ্ট গন্তব্য বলে দিয়েছি। আমরা মনে করি এই গন্তব্যগুলোতেই নৈরাজ্য সবচেয়ে বেশি। একটি সংখ্যা বলে দিয়েছি, প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেটকে চারটি দাগে প্রত্যেক দিন একটি রিপোর্ট দিতে হবে। ওই রিপোর্টের ভিত্তিতে আমাদের যে আইনি সক্ষমতা আছে, আমরা পরিপূর্ণভাবে সেটা প্রয়োগ করব; সে যে-ই হোক।’

বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট রয়েছে— উল্লেখ করে তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও একজন বাড়ানো হবে।

উপদেষ্টা বলেন, ‘আমরা চিন্তা করেছি, যে ট্রাভেল এজেন্টকে (সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত) আমরা পাব, প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করব। আমাকে একটু সময় দেন। এটুকু নিশ্চিত থাকেন, কেউ এই ছাই দেওয়া হাত থেকে বের হয়ে যেতে পারবে না। সে কে— এটা কোনো বিষয় নয়। তারা যদি আমার পরিবারের কোনো সদস্য হয়ে থাকে, আমার কোনো বন্ধু হয়ে থাকে; আমার কোনো পরিচিতজন হয়ে থাকে, যারাই নৈরাজ্যের সঙ্গে জড়িত, কখনো কোনোভাবেই রেহাই পাবে না।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী, কেউ টিকিটের গায়ে মূল্য না লিখলে তার লাইসেন্স বাতিল ও কারাদণ্ড— উভয় দণ্ডেই দণ্ডিত করা যাবে।
সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ Aug 25, 2025
img
বিমানবন্দরে ক্ষুব্ধ দীপিকা, ক্যামেরা বন্ধ করালেন পাপারাজ্জিদের Aug 25, 2025
img
শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে ভারতের নতুন লবিস্ট নিয়োগ Aug 25, 2025
শীর্ষে উঠতে প্রস্তুত বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার! Aug 25, 2025
img
যুক্তরাজ্যে সড়কের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, একজন গুরুতর আহত Aug 25, 2025
ওয়াশিংটনকে কঠিন বার্তা দিলেন খামেনি Aug 25, 2025
রিমান্ডে যাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি Aug 25, 2025
বন্দিবিনিময় মানতে নেতানিয়াহুকে সেনাপ্রধানের আহ্বান Aug 25, 2025
img
হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট Aug 25, 2025
শিবির নিয়ে যা বললেন সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী আবু তৈয়ব হাবিলদার Aug 25, 2025
শিবিরের সাদেক কায়েম সবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চান। Aug 25, 2025
img
ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ২ Aug 25, 2025
img
তিন বছরে দেশে দারিদ্রের হার বেড়েছে প্রায় ২৮ শতাংশ Aug 25, 2025
img
মেয়ে সুহানাকে নিয়ে হঠাৎ কেন আবেগপ্রবণ শাহরুখ? Aug 25, 2025
img
ময়মনসিংহে এনসিপির চার নেতার পদত্যাগ Aug 25, 2025
img
বিজয়নগরে এনসিপির বিক্ষোভ, রুমিন ফারহানাকে গ্রেপ্তারে আল্টিমেটাম Aug 25, 2025
img
মোদীর ডিগ্রি প্রকাশ্যে আনার প্রয়োজন নেই, জানাল দিল্লি হাই কোর্ট Aug 25, 2025
img
ডিসেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার হবে: ফাওজুল কবির Aug 25, 2025
img
কিডনি জটিলতায় ভুগছেন তৌহিদ আফ্রিদি Aug 25, 2025
img
বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা Aug 25, 2025