সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন এরদোগান

সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করায় মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর পাশাপাশি তিনি উত্তর-পশ্চিমাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুরস্কের সেনা অভিযান স্থগিত করেছেন। খবর পার্স ট্যুডের।

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের এক সমাবেশ থেকে তিনি ঘোষণা দেন, ফোরাত নদীর পূর্ব উপকূলে সেনা অভিযান চালানোর বিষয়ে গত সপ্তাহে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ হয় এবং কূটনীতিকের সঙ্গে যোগাযোগ করে অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, সেনা অভিযান সারা জীবনের জন্য বন্ধ থাকবে না। সেনা প্রত্যাহারে পরিস্থিতি কেমন হয় তার উপর বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, সিরিয়ার মাটি থেকে কয়েক মাসের মধ্যেই কুর্দি, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী, আইএসের তৎপরতা নিমূল করা হবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: