আগামী ৩১ আগস্টের মধ্যে ২২টি নতুন রাজনৈতিক দলের অস্তিত্ব যাচাই-বাছাই করে সরেজমিনে তদন্ত রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় জানানো হয়, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ওই ২২টি দলের জেলা ও উপজেলার দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা সরেজমিন তদন্তের প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশনায় আরও জানানো হয়, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার/তদন্তকারী কর্মকর্তা চেকলিস্ট পূরণ করে সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর প্রদানপূর্বক সিলগালা করে বদ্ধ বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রেরণ করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত সিলগালাকৃত বদ্ধ বিশেষ খামগুলো রাজনৈতিক দল ভিত্তিক একত্রিত করে অপর একটি বিশেষ খামে সিলগালা করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করবেন।
এছাড়া, উপজেলা দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতার তদন্ত প্রতিবেদন তদন্তকারী সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা উপরের চেকলিস্ট পূরণ করে সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর প্রদানপূর্বক সিলগালা করে বদ্ধ বিশেষ খামে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার নিকট প্রেরণ করবেন। সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা হতে প্রাপ্ত সিলগালা তরা বদ্ধ বিশেষ খামগুলো রাজনৈতিক দল ভিত্তিক একত্রিত করে অপর একটি বিশেষ খামে সিলগালা করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করবেন।
এমকে/এসএন