রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হতে পারেনি বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২৫ আগস্ট) অংশীজন সংলাপে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
চীনের রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐক্যমত্য না হওয়ার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না। কিন্তু সমস্যা সমাধানের উপায় হলো প্রত্যাবাসন। সংকট সমাধানে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে চুক্তিও করতে হবে।
এ সময় আরাকান আর্মিদের কে অস্ত্র দিচ্ছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। এসব সম্মেলনের মাধ্যমে সমাধানের একটি পথ বেরিয়ে আসবে বলে আশা বিশ্লেষকদের। কারণ প্রথম দিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের সহায়তা করলেও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও দাতা দেশগুলো ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে চাপে পড়ছে বাংলাদেশের অর্থনীতিসহ সব খাতে। এ কারণে দ্রুত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।
এদিকে সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে অবস্থিত ফুটবল মাঠে এবং ৯ নম্বর ক্যাম্পে বালুর মাঠে এ সমাবেশ করেছেন রোহিঙ্গারা। সমাবেশে রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলেছেন, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যার মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। সামরিক জান্তা রোহিঙ্গাদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়ে তাদের জায়গা জমি জবরদখল করেন। তারা এখনও আরাকানে জাতিগত নিধন চালিয়ে গেছে। রোহিঙ্গা নেতারা জানান, ২০১৭ সালের পর এ বছর আরাকানে রোহিঙ্গা জাতি দ্বিতীয় গণহত্যার শিকার হচ্ছে। বর্তমানে রাখাইন স্টেটে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর দ্বিতীয় দফা গণহত্যা চালাচ্ছে।
এফপি/ টিএ