প্রথমে মার্টিন ওডেগার্ড। পরে চোটের কারণে মাঠ ছাড়েন বুকায়ো সাকা। দলের দুই মূল খেলোয়াড়কে হারালেও বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচে গানাররা ধাক্কা না পেলেও এবার পেতে যাচ্ছে।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নাকি চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে সাকাকে। আর্সেনাল ফরোয়ার্ডকে নিয়ে এমন দুসংবাদ জানিয়েছে বিবিসি। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার আগে একটা গোলও করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এই চোট তার পিছু ছাড়ছে না। সর্বশেষ মৌসুমেও একই চোটে তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি।
খবর যদি সত্যি হয় তাহলে প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ মিস করবেন সাকা। আগামী শনিবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আতিথেয়তা মিস করবেনই সঙ্গে নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার সিটির বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হতে পারে। শুধু আর্সেনালের জন্যই ধাক্কার হবে না ইংল্যান্ডেরও হবে। কেননা আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ রয়েছে ‘থ্রি লায়নদের’। প্রতিপক্ষ অ্যান্ডোরা ও সার্বিয়া।
সাকাকে নিয়ে আর্সেনালের মাথা ব্যথা থাকলেও ওডেগার্ডকে নিয়ে তেমনটা নেই। সামনে ম্যাচ মিস করতে পারেন এমনটা জানা যায়নি কাঁধের চোট পাওয়া নরওয়ের মিডফিল্ডারকে নিয়ে। দুজনই চোটে পড়লেও আর্সেনালের আক্রমণভাগ ও মিডফিল্ড বেশ শক্তিশালীই।
নতুন আসা ভিক্টর ইয়োকারেস, ননি মাদুয়েকে ও ইবাররেচি এজের সঙ্গে পুরনো যোদ্ধা গ্যাব্রিয়েল মার্টিনেলি, লিয়ান্দ্রো ট্রোসার্ড, ইথান নুয়ানেরি ও দলের সর্বশেষ ম্যাচে লিগের দ্বিতীয় সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়া ম্যাক্স ডোম্যানরা প্রস্তুত আছেন।
এসএস/এসএন