আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের নেতৃত্বে আছেন তরুণ অলরাউন্ডার ফাতিমা সানা, যিনি প্রথমবারের মতো বিশ্বকাপে পাকিস্তান নারী দলের অধিনায়কত্ব করবেন।
এর আগে চলতি বছর লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে অধিনায়কত্ব করেন ফাতিমা। তবে মূল বিশ্বকাপে এবারই প্রথম জাতীয় দলের নেতৃত্ব দেবেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার।
ওয়ানডে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে ইতিবাচক পাকিস্তানের মেয়েরা। বিশ্ব মঞ্চে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না তারা। আর সে লক্ষ্যে বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ফাতিমা সানারা। এই সিরিজেও খেলবে ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররাই।
বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সদ্য আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার আয়মান ফাতিমা। তরুণ এই ক্রিকেটারের জন্য এটি হবে প্রথম ওয়ানডে বিশ্বকাপ।
বিশ্বকাপের আয়োজক ভারত হলেও পাকিস্তান দলের সব গ্রুপপর্বের ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদি দল সেমিফাইনালে (২৯ অক্টোবর) ও ফাইনালে (২ নভেম্বর) উত্তীর্ণ হয়, সেগুলোও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
পাকিস্তান নারী দলের স্কোয়াড
ফাতিমা সানা (অধিনায়ক),মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক),আলিয়া রিয়াজ,ডায়ানা বেগ,আয়মান ফাতিমা,নাশরা সান্ধু,নাতালিয়া পারভেজ,ওমাইমা সোহেল,রামিন শামিম,সদাফ শামাস,সাদিয়া ইকবাল,শাওয়াল জুলফিকার,সিদরা আমিন,সিদরা নবীজ (উইকেটকিপার) ও
সায়েদা আরুব শাহ।
ঘোষিত এই স্কোয়াড খেলোয়াড়দের সকল পারদর্শিতাকে আমলে নিয়ে গড়া হয়েছে বলে দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
এমআর