জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালেই ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েন নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্ক। স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় তাকে আরও অন্তত তিন মাস পাবে না কিউইরা। একইভাবে মাঠে ফিরতে পারছেন না ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ফিলিপস ও ফিন অ্যালেন। এ ছাড়াও নিউজিল্যান্ডের সীমিত ফরম্যাটের অধিনায়ক মিচেল স্যান্টনারকেও নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এমন চোটজর্জর দল নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে যাচ্ছে কিউইরা।
আগামী ১ অক্টোবর থেকে নিউজিল্যান্ড ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে। সিরিজ শুরুর আগে একমাস সময় বাকি থাকলেও, এখনই দুঃসংবাদ পেয়ে গেছে ব্ল্যাকক্যাপস শিবির। আসন্ন চ্যাপেল-হ্যাডলি সিরিজ থেকে ও’রুর্ক, ফিলিপস ও অ্যালেন ছিটকে গেছেন। এর মধ্যে তরুণ পেসার ও’রুর্ক আসন্ন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজে থাকবেন মাঠের বাইরে।
স্ক্যান রিপোর্টে জানা গেছে, ও’রুর্কের পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। ফলে ২৪ বছর বয়সী এই পেসারকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত তিন মাস। চলতি মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তিনি। দেশে ফেরার পর আপাতত স্ট্রেংথ এবং কন্ডিশনিং প্রোগ্রামে অংশ নেবেন, এরপর পুনর্মূল্যায়ন করা হবে। তার এই চোটে হতাশা প্রকাশ করেছেন কিউই কোচ বব ওয়াল্টার, ‘এই মুহূর্তে উইলের জন্য আমাদের মন খারাপ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। ক্যারিয়ারের শুরুটা সে দুর্দান্ত করেছে। তাই এমন সময়ে ইনজুরি অবশ্যই হতাশাজনক। তবে সে দৃঢ়চেতা এবং কঠোর পরিশ্রম করে আরও শক্তিশালী হয়ে ফিরতে চাইবে।’

এদিকে, জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়া গ্লেন ফিলিপস কুঁচকির সমস্যার পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। এক মাস পর আবারও তার অবস্থা মূল্যায়ন করা হবে। অ্যালেনকে আরও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। ডান পায়ের অস্ত্রোপচারের কারণে অন্তত তিন মাস খেলতে পারবেন না তিনি। এ ছাড়া কিউইদের সাদাবলের অধিনায়ক স্যান্টনারকেও নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দ্য হান্ড্রেডে খেলতে গিয়ে তিনি কুঁচকিতে ব্যথা পেয়েছি দেশে ফেরেন। এখন তার অ্যাবডোমিনাল সার্জারি হবে, যার ফলে অন্তত এক মাস বিশ্রামে থাকতে হবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁহাতি এই স্পিনারকে পাওয়া নিয়ে শঙ্কা বেশি।
প্রধান কয়েকজন তারকার চোট নিয়ে কোচ ওয়াল্টার বলেন, ‘মিচ (স্যান্টনার) বিশ্বমানের খেলোয়াড়, আমাদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য, দক্ষতা ও নেতৃত্ব দু’দিক থেকেই। তাই তাকে স্কোয়াডে রাখা হবে বলে আশা করছি। এরপর তার বিশ্রাম ও পুনর্বাসনের অগ্রগতি দেখে সিরিজের আগেরদিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গ্লেন আর ফিনকে হারানো হতাশার। তারা আমাদের টি-টোয়েন্টি ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে তাদের অনুপস্থিতি অন্যদের জন্য সুযোগ তৈরি করবে নিজেদের প্রমাণ করার। নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে।’
ইউটি/টিএ