জাতিসংঘের ডাক সংস্থা মঙ্গলবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শুল্কের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এখন পর্যন্ত ২৫টি দেশ যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানো স্থগিত করেছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা আগামী ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ছোট প্যাকেজের ওপর কর অব্যাহতি বাতিল করবে।
এই পদক্ষেপের ফলে ফ্রান্স, জার্মানি, ভারত, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের ডাক বিভাগ থেকে একের পর এক ঘোষণা এসেছে, যুক্তরাষ্ট্রগামী অধিকাংশ পার্সেল আর গ্রহণ করা হবে না।
জাতিসংঘের ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন জানিয়েছে, তারা ইতিমধ্যে ‘২৫টি সদস্য দেশের ডাকসেবা অপারেটরের কাছ থেকে অবহিত হয়েছে...যে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রেরিত ডাকসেবা স্থগিত করেছে, বিশেষ করে ট্রানজিট সেবা সংক্রান্ত অনিশ্চয়তার কথা উল্লেখ করে।
সংস্থাটি এক বিবৃতিতে আরো বলেছে, ‘এই স্থগিতাদেশ ততক্ষণ বহাল থাকবে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কিভাবে তাদের ঘোষিত পদক্ষেপ কার্যকর করবে সে বিষয়ে আরো তথ্য পাওয়া যায় এবং প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়।’
অস্ট্রেলিয়া পোস্টও মঙ্গলবার ট্রাম্পের আসন্ন শুল্কারোপকে কেন্দ্র করে জটিল ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কারণ উল্লেখ করে জানায়, যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোতে পাঠানো বেশির ভাগ পণ্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর গ্রহণ করা হবে না। তবে ১০০ মার্কিন ডলারের কম মূল্যের উপহার চিঠি ও নথিকে এ স্থগিতাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এমকে/এসএন