বিএনপি নেতা ফজলুর রহমান মুক্তিযুদ্ধের প্রশ্নে আপসহীন : মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমরা গত ১৫ বছর ধরে ‘বিএনপি স্বাধীনতাবিরোধী’- এ আওয়ামী বয়ান শুনে আসছি, সেই সময়ে এই বয়ানের বিপরীতে বিএনপির মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইমেজটা তুলে ধরার ক্ষেত্রে যে দুয়েকজন লোক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তার মধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান একজন এবং আমি নিজের ব্যক্তিগতভাবে উনার সঙ্গে বেশ কয়েকবার বসেছি, কথা বলেছি। মানুষকে যখন আপনি খুব ক্লোজলি দেখবেন, তখন তাকে আপনি চিনতে পারবেন। মানুষকে যখন কোনো অনুষ্ঠানে দেখেন, তখন তো সে আনুষ্ঠানিকভাবে আসে, প্রিপারেশন নিয়ে আসে। কিন্তু তার সঙ্গে যখন আপনার আটপৌরে ভঙ্গিতে কথা হয়, তখন আপনি বুঝতে পারবেন, লোকটা আসলে কেমন।

সেটা দেখে আমার কাছে মনে হয়েছে, এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব জীবনে অন্য অনেককিছুর সঙ্গে আপস হয়তো করেছেন, হয়তো আগামীতেও করবেন, কিন্তু একটা ক্ষেত্রে উনি আপসহীন। সেটা হলো মুক্তিযুদ্ধ। উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে উনি আপসহীন। একদম বিন্দুমাত্র কাউকে উনি ছাড়তেন না।
মঙ্গলবার (২৬ আগস্ট) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, আপসহীনতার কারণে উনি কী কী কথা বলেছেন, না বলেছেন- এগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। উনার বাসার সামনে মব তৈরি হয়েছে, কিন্তু উনি নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র নড়েননি- এটা আমরা সবাই দেখেছি-জেনেছি কারণ তিনি প্রেস কনফারেন্স করেছিলেন। উনি যে জবাবটা দিয়েছেন, সেটা থেকে আমরা উনার অবস্থানটা আরো ক্লিয়ার হতে পারব যে উনি কি বলেছেন, কেন বলেছেন।

উনি এক জায়গায় বলেছেন, এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটল, শেখ হাসিনা উনি পালিয়ে গেলেন- এই সমস্ত ঘটনার পর তিনি (ফজলুর রহমান) বলছেন, এর কিছুদিন পরে আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম ইসলামী ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে দাঁড়িয়ে নিয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল জামায়াত-শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড। আমি সেদিনই প্রমাদ গুনলাম এবং আন্দোলনের সমস্ত বিজয়কে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করল। এই যে কথাটা বললেন, উনি মুক্তিযোদ্ধা হিসেবে ভাবলেন যে যদি এই আন্দোলনের ভ্যানগার্ড জামায়াত-শিবির হয়- উনি এটাকে মানতে রাজি হননি এবং উনার বক্তব্য হলো এ আন্দোলনের পটভূমি সবকিছু তো তৈরি করেছিল বিএনপি।

তিনি বলেন, ফজলুর রহমান সাহেব বলেন যে গত ১৫ বছর ধরে এদেশের মানুষের মধ্যে স্বৈরাচারবিরোধী মনোভাবকে ধীরে ধীরে তিলে তিলে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে এই বীজ বপন করেছিল এবং সে চারা হিসেবে বৃক্ষ এবং সবকিছু চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল বিএনপি এবং শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনটাই স্বৈরাচারের বিরোধী আন্দোলনের চূড়ান্ত রূপ ধারণ করেছে। এই সময় যদি সারজিস আলম বলেন যে আন্দোলনের ভ্যানগার্ড ছিল ছাত্রশিবির এবং জামায়াত।

তো সবার মতো যে প্রতিক্রিয়া হওয়ার কথা একজন মুক্তিযোদ্ধার, ফজলুর রহমান সাহেবের সেটাই হয়েছে এবং তারপর উনি বললেন যে অবাক দৃষ্টিতে সবাই দেখল ৭১-এর পরাজিত শক্তি জামায়াত-শিবির সদর্পে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সমস্ত আন্দোলনের ভ্যানগার্ড তারাই এবং শুধু একটা নির্বাচনের জন্য তারা আন্দোলন করেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকারের মত দুঃসাহস তারা প্রদর্শন করতে লাগল এবং তারপর উনি এক জায়গায় বলেছেন, লিখিত জবাবে দিয়েছেন যে এরপর থেকে জামায়াত-শিবির এবং এনসিপি একসঙ্গে বলা শুরু করল, ১৯৪৭ হলো প্রথম স্বাধীনতা এবং ২০১৪ হলো দ্বিতীয় স্বাধীনতা। আর ১৯৭১ হলো ভাইয়ে-ভাইয়ে ঝগড়া। যা-ই হোক এই যে বিষয়গুলো, এসব নিয়ে তিনি কথা বলেছেন। শেষে উনি স্বীকার করেছেন এক জায়গায়, উনি বলেছেন- আমি মুক্তিযোদ্ধা হিসেবে এই অপশক্তির বিরুদ্ধে নিরন্তর কথা বলা এবং প্রতিবাদ করাকে আমার পবিত্র দায়িত্ব বলে মনে করি। গত ছয় মাস ধরে এ ব্যাপারে আমি শত শত বক্তব্য দিয়ে যাচ্ছি। এর মধ্যে দুয়েকটা বক্তব্যে আমার কিছু ভুল-ত্রুটিও থাকতে পারে। কারণ আমি তো মানুষ।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
পিকচার আভি বাকি হ্যায়, বার্তা বলিউড তারকার Nov 16, 2025
img
ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল Nov 16, 2025
img
আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো : বঙ্গবীর কাদের সিদ্দিকী Nov 16, 2025
img
ছেলের সঙ্গে বাবার দূরত্বের কারণ খুঁজলেন সোহিনী Nov 16, 2025
img
সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার Nov 16, 2025
img
সামাজিক সম্পর্ক বজায় রাখতে চুপ থাকা প্রয়োজন : অক্ষয় কুমার Nov 16, 2025
img
পরিবারই সত্যিকারের বন্ধু, মন্তব্য অভিনেত্রীর Nov 16, 2025
img
রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন Nov 16, 2025
img
মা হওয়াই নারীর পূর্ণতা নয় : শাবানা আজমি Nov 16, 2025
img
দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলকে জনগণ আর ভোট দেবে না: তাহের Nov 16, 2025
img
সেনেগালের বিরুদ্ধে প্রতিশোধের জয়, গোল করলেন এস্তেভাও-ক্যাসেমিরো Nov 16, 2025
img
পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 16, 2025
img
জানা গেল ২০২৬ সালের রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ Nov 16, 2025
img
আল্লু অর্জুন ও রাজামৌলি: বড় পর্দার নতুন চমক Nov 16, 2025
img
রাজনীতির জায়গায় রাজনীতি, ধর্মের জায়গায় ধর্ম : ডা. জাহিদ Nov 16, 2025
img
‘পেদ্দি’ ছবিতে রাম চরণের বলিউড রিটার্ন Nov 16, 2025
img
বেইলি রোডের কেএফসি ভবনে আগুন Nov 16, 2025
img
শাহজালাল বিমানবন্দরে চরম অব্যবস্থাপনা, বিপর্যস্ত আমদানি সেবা Nov 16, 2025
img
হেফাজতাধীন আসামির বক্তব্য গণমাধ্যমে দেওয়ায় চার পুলিশ সাময়িক বরখাস্ত Nov 16, 2025
img
অস্ট্রেলিয়ার সাংসদদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের Nov 16, 2025