চ্যাটজিপিটিকে প্রাধান্য দিচ্ছে অ্যাপল, মামলা দিল ইলন মাস্ক

প্রযুক্তি জগতের আলোচিত ব্যক্তিত্ব ইলন মাস্ক আবারও নতুন বিতর্কের কেন্দ্রে। তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম ওপেনএআই-এর বিরুদ্ধে বড় ধরনের মামলা করেছে।

মামলার মূল অভিযোগ, অ্যাপল ইচ্ছাকৃতভাবে চ্যাটজিপিটি-কে প্রাধান্য দিয়ে প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোর পথ আটকে দিচ্ছে। এতে মাস্কের তৈরি গ্রক অ্যাপ জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে পড়ছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যাপল ও ওপেনএআই একসঙ্গে বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে। অ্যাপেল ও ওপেনএআই উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে।

মামলার নথিতে বলা হয়েছে, অ্যাপল তার নিজস্ব অ্যাপ স্টোর-এ চ্যাটজিপিটি-কে শীর্ষ স্থানে রাখছে। অন্যদিকে গ্রকসহ প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটগুলোর র‌্যাংকিং ইচ্ছাকৃতভাবে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, অ্যাপল প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোর ক্ষেত্রে অ্যাপ অনুমোদনের প্রক্রিয়াও অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত করছে। এর ফলে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ কমে যাচ্ছে।

এক্স এআই এর মতে, অ্যাপল ও ওপেনএআই-এর মধ্যে এক ধরনের একচেটিয়া চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় অ্যাপল তার আইফোন, আইপ্যাড এবং ম্যাক ডিভাইসে ওপেনএআই-এর চ্যাটজিপিটি সরাসরি একীভূত করেছে।

এর ফলে চ্যাটজিপিটি এখন অ্যাপলের নিজস্ব বুদ্ধিমান সেবার অংশ হয়ে গেছে। এতে চ্যাটজিপিটি বিলিয়ন সংখ্যক ব্যবহারকারীর নির্দেশনা বা প্রম্পট পাচ্ছে। যা অন্যান্য প্রতিদ্বন্দ্বী এআই প্ল্যাটফর্মের পক্ষে সম্ভব নয়।

ইলন মাস্ক এক্স-এ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানির পক্ষে অ্যাপ স্টোরে এক নম্বরে ওঠা প্রায় অসম্ভব।”

তবে এই দাবি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারী প্রমাণ দেখিয়েছেন যে, ডিপসিক এবং পারপ্লেক্সিটি নামের প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোও ইতিমধ্যেই অ্যাপ স্টোরের শীর্ষে উঠে গিয়েছিল।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই মামলা একচেটিয়া ব্যবসা বিরোধী আইন বা অ্যান্টিট্রাস্ট আইন অনুযায়ী বড় গুরুত্ব পেতে পারে।

এর আগে গুগল অ্যাপলের বিরুদ্ধে একই ধরনের মামলায় হেরে গিয়েছিল। গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখতে অ্যাপল অর্থের বিনিময়ে চুক্তি করেছিল। আদালত এই চুক্তিকে প্রতিযোগিতা-বিরোধী বলে রায় দেয়।

বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপল ও ওপেনএআই-এর বর্তমান অংশীদারিত্বকেও আদালত সেই একই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারে।

এফপি/ এস এন

Share this news on:

সর্বশেষ

img
রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার Dec 06, 2025
img
খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Dec 06, 2025
img
জাহ্নবীকে সমর্থন করে আলোচনায় প্রিয়াঙ্কা Dec 06, 2025
img
সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব : নাসীরুদ্দীন পাটওয়ারী Dec 06, 2025
img
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’কে নিয়ে বক্স অফিসে বিতর্কের ঝড় Dec 06, 2025
img
অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও: রিয়া গাঙ্গুলী Dec 06, 2025
img
কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ! Dec 06, 2025
img
সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রই ইউরোপের সবচেয়ে বড় মিত্র: ইইউ Dec 06, 2025
img
মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে দুবাই ক্যাপিটালস Dec 06, 2025
img
জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি Dec 06, 2025
মানহানি মামলায় বিপাকে কঙ্গনা রানাউত Dec 06, 2025
টি-টোয়েন্টিতে যে সাফল্য চেয়েছি, আমরা কাছাকাছি গিয়েছি: সালাউদ্দিন Dec 06, 2025
img

রাজা গোস্বামী

মানুষ যত উপরে উঠছে, বাড়ির তলা বাড়ছে, ততই সম্পর্কের গভীরতা কমছে Dec 06, 2025
পোস্টাল ভোট অ্যাপে তথ্য সংশোধনের শেষ দিন আজ Dec 06, 2025
ছাত্রদলের আবিদুলের গণমাধ্যম বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন! Dec 06, 2025
img
দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক Dec 06, 2025
ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন কূটনৈতিক পরিকল্পনা পাকিস্তানের Dec 06, 2025
img
আইজিপিকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি Dec 06, 2025
নির্বাচনী জোট গঠনে কৌশল বিএনপি-জামায়াত-এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর Dec 06, 2025
img
স্ত্রী নয়, এখনো জাহিরের বান্ধবী ভাবতে ভালো লাগে: সোনাক্ষী Dec 06, 2025