‘আপনার প্রতি কেউ খুশি নয়’— মোদিকে ফিজির প্রধানমন্ত্রী

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন— “আপনার প্রতি কেউ খুব খুশি নয়।”

তবে তিনি আরও বলেন, “আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন”। রবুকা সম্প্রতি মোদির সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার নয়াদিল্লির সপ্রু হাউসে ভারতীয় পররাষ্ট্রবিষয়ক পরিষদ (আইসিডব্লিউএ) আয়োজিত ‘ওশান অব পিস’ শীর্ষক বক্তৃতা শেষে শ্রোতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা এ কথা জানান।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজির এই প্রধানমন্ত্রী গত রোববার তিন দিনের সফরে দিল্লি পৌঁছান। সফরে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই ছিল তার লক্ষ্য।

সোমবার মোদি ও রবুকার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কর্মপরিকল্পনা গৃহীত হয়। একইসঙ্গে উভয় দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।

বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী রবুকাকে জিজ্ঞেস করা হয়— বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ‘ওশান অব পিস’ ধারণাটি কতটা সাড়া পাচ্ছে। রবুকা বলেন, “আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ হয়নি। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়েছি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে... প্রধানমন্ত্রী মোদি গতকাল আমাদের এই ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন।”

তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও গত বছর এবং চলতি বছরে আলোচনায় বিষয়টি গ্রহণ করেছেন। রবুকা বলেন, “অনেক বড় দেশের নেতারা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তাই আমি পরিবারের ধারণার কথা বলেছি। পরিবারের সবচেয়ে ছোট বা দুর্বল সদস্য অস্বস্তি প্রকাশ করলে সবাই মনোযোগ দেয়। কারণ বাইরের ঘটনাগুলো আমাদের ওপরও প্রভাব ফেলে।”

তিনি আরও বলেন, “এখন যা ঘটছে, তা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও প্রভাব ফেলছে। সাম্প্রতিক শুল্ক সংক্রান্ত ঘোষণা ও মোদির দিকে আসা নানা ইঙ্গিতের পর আমি তাকে বলেছি— আপনার প্রতি কেউ খুশি নয়। তবে আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন।”

সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও রয়েছে।

২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এতে চিংড়ি, পোশাক, চামড়া, রত্ন ও গয়নার মতো শ্রমনির্ভর রপ্তানি খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

মূলত রবুকার প্রধানমন্ত্রী হিসেবে এটিই প্রথম ভারত সফর। সোমবারের বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সব খাত ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে “ব্যাপক ও ভবিষ্যতমুখী আলোচনা” করেছেন।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
মামুনের সাথে আমার বয়সের পার্থক্য ২৫ বছর: লায়লা Aug 27, 2025
img
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের রোল মডেল : ধর্ম উপদেষ্টা Aug 27, 2025
img
শর্তে বেটিসে ফেরার পথে অ্যান্তোনি, ম্যানইউয়ের সাথে সমঝোতা Aug 27, 2025
img
জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিলেন শহীদ আবু সাঈদ : চিফ প্রসিকিউটর Aug 27, 2025
নির্বাচনকে বIনচাল করার জন্য কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলছে Aug 27, 2025
রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসুর ভিপি প্রার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা Aug 27, 2025
চীনা বিনিয়োগে ভোলা ইকো-ডেভেলপমেন্ট জোন Aug 27, 2025
রেলওয়ের জায়গায় মসজিদ ও মন্দিরের জন্য জমি হস্তান্তর Aug 27, 2025
জাকসু নির্বাচন:প্রেস ব্রিফিং করে যা বললেন স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ শেখ(জিসান) Aug 27, 2025
img
‘সবজিওয়ালার থেকেও রেহাই পাইনি’ Aug 27, 2025
img
খুনের খেলায় মেতেছে আওয়ামী দোসররা: ফখরুল Aug 27, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাল হাসনাত আব্দুল্লাহ Aug 27, 2025
img
কুমার শানুর সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও আবারও শিরোনামে কুনিক্কা Aug 27, 2025
img
অনুশীলনে ফিরলেন মেসি, তবে সেমিফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা Aug 27, 2025
img
ত্রিশাল ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২ Aug 27, 2025
img
বৃহস্পতিবার মার্কিন দূতের সঙ্গে বৈঠক করবেন সিইসি Aug 27, 2025
img
কমিটি প্রত্যাখ্যান, ৫ দাবি ঘোষণা করে অনড় প্রকৌশল শিক্ষার্থীরা Aug 27, 2025
img
নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত মশা মারতে কামান ব্যবহারের মতো: আব্দুল কাদের Aug 27, 2025
img
রাজামৌলির নতুন চমক ‘বাহুবলী: দ্য এপিক’-এর টিজার প্রকাশ Aug 27, 2025
img
দুর্দান্ত সেঞ্চুরিতে গ্রিন-হেড-মার্শদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি Aug 27, 2025