বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন জান্নাতুল সুমনা

আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে চলতি সপ্তাহে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। দলে সুযোগ পাননি স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা। যদিও নারী দলকে বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা ছিল এই স্পিনারের।

গেল এপ্রিলে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন সুমনা। ৫ ম্যাচে ৯ উইকেট নেন তিনি, ওভারপ্রতি খরচ মোটে ৪.৪৫ রান। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন সুমনা। তবুও জায়গা হয়নি বিশ্বকাপ দলে। ফলে পুরোনো ঠিকানা আবারও সেই অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার পরিকল্পনা তার।

গেল বছর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের হয়ে নতুন শুরুর আশায় দেশে ফিরেছিলেন সুমনা। পরে ঘরোয়া ক্রিকেটে ভালো করে ৬ বছর পর আবার বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেন।



তবে বিশ্বকাপ দল ঘোষণার পর জায়গা না পাওয়ায় মন খারাপ হয়েছে। সুমনা বলেন, 'মন খারাপ যা হওয়ার তা তো হয়েছেই এর থেকে আসলে বেশি কিছু নেই। দেখেন চার বছর পরপর বিশ্বকাপ আসে প্রতিবছর আসে না। খারাপ তো অবশ্যই লেগেছে। যদি খারাপ না লাগে তাহলে তো আমি মানুষই না, মানুষের পর্যায়ে পড়ি না।'

বিশ্বকাপ দলে না থাকায় পরবর্তী ক্যাম্পেও থাকা হচ্ছে না সুমনার। তাই অস্ট্রেলিয়াতেই ফিরে যাচ্ছেন তিনি, 'যেহেতু আপাতত আর খেলা নেই। হয়তো আমি অস্ট্রেলিয়াতে যাব, ওখানে প্রোপার ক্রিকেট লিগ খেলব। ক্লাবের সাথে কথা হচ্ছে ওভাবে, আমি প্ল্যান করছি পরের মাসের জন্য। এরপরে কখন আসব দেশে এটা আসলে সময়ই বলবে। সময়ের উপর ছেড়ে দিয়েছি এখন কিছু বলতে চাচ্ছি না।'

কোচিংয়েও নিজেকে এগিয়ে রেখেছেন সুমনা। সে বিষয়ে জানালেন, 'আমি লেভেল টু কোর্স শেষ করেছি। এখনো যেহেতু খেলছি কোচ হবো কি হবো না, সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেইনি। তাই এখনই বলাটা কঠিন হবে। যেহেতু কোর্সটা করেছি কোথায় কোচিং করব বা কোথায় যাব কিংবা ক্রিকেটে থাকবো কি না এটা আসলে এখনই বলা কঠিন। সবকিছু মিলে পরিস্থিতি কি হবে তারপর সিদ্ধান্ত নিব।'

এর আগে ২০১৮ সালে প্রথম দফায় জাতীয় দলের হয়ে অভিষেক হয় সুমনার। সেই সময়ে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার পর আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি তাকে। পরে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়, সেখানে নাম লেখান ক্লাব ক্রিকেটে। সিডনির গ্রেড ক্রিকেট পেরিয়ে খেলেছেন সেখানকার জাতীয় নারী ক্রিকেট লিগেও।

খেলার বাইরে এগিয়েছেন কোচিংয়েও। অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে কোচিংয়ে 'লেভেল টু' সার্টিফিকেটও অর্জন করেছেন সুমনা। এর আগে দেশের ঘরোয়া সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেলটেক ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে ছিলেন আসরের সেরা বোলার। সবখানেই সেরা বোলার সুযোগ পেলেন না আসন্ন বিশ্বকাপে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিল প্রকৌশল শিক্ষার্থীরা Aug 27, 2025
img
মামুনের সাথে আমার বয়সের পার্থক্য ২৫ বছর: লায়লা Aug 27, 2025
img
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের রোল মডেল : ধর্ম উপদেষ্টা Aug 27, 2025
img
শর্তে বেটিসে ফেরার পথে অ্যান্তোনি, ম্যানইউয়ের সাথে সমঝোতা Aug 27, 2025
img
জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিলেন শহীদ আবু সাঈদ : চিফ প্রসিকিউটর Aug 27, 2025
নির্বাচনকে বIনচাল করার জন্য কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলছে Aug 27, 2025
রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসুর ভিপি প্রার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা Aug 27, 2025
চীনা বিনিয়োগে ভোলা ইকো-ডেভেলপমেন্ট জোন Aug 27, 2025
রেলওয়ের জায়গায় মসজিদ ও মন্দিরের জন্য জমি হস্তান্তর Aug 27, 2025
জাকসু নির্বাচন:প্রেস ব্রিফিং করে যা বললেন স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ শেখ(জিসান) Aug 27, 2025
img
‘সবজিওয়ালার থেকেও রেহাই পাইনি’ Aug 27, 2025
img
খুনের খেলায় মেতেছে আওয়ামী দোসররা: ফখরুল Aug 27, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাল হাসনাত আব্দুল্লাহ Aug 27, 2025
img
কুমার শানুর সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও আবারও শিরোনামে কুনিক্কা Aug 27, 2025
img
অনুশীলনে ফিরলেন মেসি, তবে সেমিফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা Aug 27, 2025
img
ত্রিশাল ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২ Aug 27, 2025
img
বৃহস্পতিবার মার্কিন দূতের সঙ্গে বৈঠক করবেন সিইসি Aug 27, 2025
img
কমিটি প্রত্যাখ্যান, ৫ দাবি ঘোষণা করে অনড় প্রকৌশল শিক্ষার্থীরা Aug 27, 2025
img
নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত মশা মারতে কামান ব্যবহারের মতো: আব্দুল কাদের Aug 27, 2025
img
রাজামৌলির নতুন চমক ‘বাহুবলী: দ্য এপিক’-এর টিজার প্রকাশ Aug 27, 2025