জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন ও সর্বপ্রকার বাতিলের আস্ফালনের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামা বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে সিলেটের কানাইঘাট বাজারে গণ-মিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জমিয়ত সভাপতি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনিয়মের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে পশ্চিমা অ্যাজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের জন্য তিন বছর মেয়াদি চুক্তিতে আবদ্ধ হয়েছে। আমরা মনে করি জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কার্যালয় বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে এরা নাক গলাবে। সমকামিতা ও ট্রান্সজেন্ডারসহ নানান অনৈসলামিক কার্যক্রম পরিচালনা ও প্রমোট করা এই কার্যালয়ের মূল টার্গেট।
তিনি আরও বলেন, বাংলাদেশের শান্ত পরিবেশে এই ব্যর্থ কার্যালয়ের কোনো দরকার নেই। ফিলিস্তিনে এই সংস্থার অফিস থাকলেও আজ গাজা যেন ইজরাইলের হাতে এক বিরাণ ভূমিতে পরিণত হয়েছে। অথচ এই কার্যালয় মুখে কুলুপ এঁটে দিয়ে বসে আছে।আমরা মানবাধিকারের নামে কোনো পশ্চিমা অ্যাজেন্ডা বাস্তবায়নের পক্ষে নয়। খুব দ্রুত সময়ে এই চুক্তি বাতিল করতে হবে।
বিক্ষোভ সমাবেশে দারুল উলুম কানাইঘাটের শায়খুল হাদিস মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর সভাপতিত্বে এবং মুফতি ইবাদুর রহমান ও কারী মাও. হারুন আহমদ এর যৌথ পরিচালনায় তেলাওয়াত করেন কারী সাজ্জাদুর রহমান।
ইএ/টিএ