অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের পথে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের সময় আর বেশি নেই। তবে আমরা একটি কৃষি আইন রেখে যেতে চাই, যাতে কৃষিজমি যেন অন্য কোনো কাজে ব্যবহার না হয়। রোডস অ্যান্ড হাইওয়ে যখন রাস্তা নির্মাণ করে, তখন জমির মালিককে তিনগুণ মূল্য দেওয়া হয়। একই নিয়ম এলজিইডির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
পরিবেশ সংরক্ষণে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করেন, তাহলে সহজেই পাটজাত পণ্যে ফিরে যাওয়া সম্ভব। ইতোমধ্যে পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা যেমন চটের ব্যাগ ব্যবহার করতেন, আপনাদেরও তা ব্যবহার করতে হবে। এতে কৃষির পাশাপাশি পরিবেশও রক্ষা পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন এবং জেলা কৃষি কর্মকর্তা ড. রবিআহ নূর।
এমআর/টিএ