সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কোনো নির্বাচন সফল হতে পারে না। সহিংসতা শুরু হলে নির্বাচন নষ্ট হয়ে যাবে। নির্বাচন যদি সত্যিই চান তবে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শারমিন এস মুরশিদ বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতায় না জড়াতে। সহিংসতা ঘটলেই এটি কঠিন জায়গায় চলে যাবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে এসেছে। গত বছরের জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় যখন ঢেউয়ের পর ঢেউ জনসমুদ্রে রূপ নিয়েছিল, তখন মনে হয়েছিল স্বয়ং ফেরেশতা নেমে এসেছে। এই ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে তা সময়ই বলবে।
দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, কোনো সঠিক সিস্টেম নেই। দুর্নীতি এত স্তরে ছড়িয়ে আছে যে তা রাতারাতি দূর করা সম্ভব নয়। মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছিল, তেমনি এখন ধৈর্য হারাতে শুরু করেছে। কিন্তু মাত্র এক বছরের মধ্যে ১৫-১৬ বছরের অনিয়ম-দুর্নীতি কীভাবে ঠিক করা সম্ভব?
তিনি আরও বলেন, সময় বদলেছে, রাজনীতিকেও বদলাতে হবে। আমরা চলে যাব, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আবেদন থাকবে তারা যেন সব স্তরে মিলেমিশে দেশের মানুষকে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেন।
মতবিনিময় সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ