বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধি। বুধবার (২৭ আগস্ট) বরগুনার আমতলী উপজেলার বিএনপি কার্যালয়ে এসে ছাত্রদলে যোগদান করেন তারা।
এসময় আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্য সচিব মো. ইমরান খান তাদের ফুল দিয়ে সংগঠনে স্বাগত জানান। পরে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ছাত্রদলে যারা যোগদান করেছেন, তারা হলেন - মো. রেদোয়ান মৃধা, ইমামুল হাসান আশিক, মো. নাসিম মাহমুদ, এবং আব্দুল্লাহ আল নোমান।
এসময় তারা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার বন্দুকের সামনে দাঁড়িয়ে আমরা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য লড়াই করে ছিলাম। কিন্তু এই লড়াইয়ের চূড়ান্ত সুফল পেতে ছাত্রদলকে শক্তিশালী করার বিকল্প নেই। তাই আমরা ছাত্রদলে যোগদান করেছি।’
যোগদান অনুষ্ঠানে ছাত্রদলের আমতলী উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/টিএ