জুলাই অভ্যুত্থান কোনো দলের অর্জন নয়, এটা ছাত্র-জনতার অর্জন। আজ ছাত্ররা যতই ভুল করুক, এ কৃতিত্ব তাদের বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়, তাহলে এটা কি দলীয় সরকার বাস্তবায়ন করবে? যদি তাই না হয়, তাহলে জুলাই অভ্যুত্থানে বাচ্চাদের প্রাণ দেওয়া রক্তপাত অর্থহীন হয়ে গেল না? তাহলে আমাদের জাতিটা কবে মুক্তি পাবে? তারা তো একটা মুক্তির জন্য লড়াই করেছিল বৈষম্যের বিরুদ্ধে।
তানিয়া রব বলেন, আমরা সংস্কার করবো, নির্বাচনের দিকেও আগাবো। কারণ গত ১৪ সাল থেকে শুরু করে কোথাও কোনো নির্বাচন হয়নি। নতুন প্রজন্মের ভোটাররা জানেই না, কিভাবে ব্যালটে সিল মারতে হয়। এটা ভুলতে বসেছে। এ জন্য নির্বাচনটা ফিরিয়ে আনা দরকার, সংস্কারও দরকার। সংস্কারের মধ্যে দিয়ে যদি আমরা রাষ্ট্রটাকে আগাতে পারি।
মতবিনিময় সভায় জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও জেএসডি নেতা প্রফেসর মুনছুরুল হক উপস্থিত ছিলেন।
পিএ/এসএন