সিরিয়ায় হেলিকপ্টার নামিয়ে ২ ঘণ্টা ধরে অভিযান চালাল ইসরাইল

দামেস্কের দক্ষিণে বড় ধরনের ড্রোন হামলায় ছয় সিরীয় সেনা কর্মকর্তা হত্যার পর সিরিয়ায় নতুন অভিযান চালিয়েছে ইসরাইল। দামেস্কের দক্ষিণ-পশ্চিমে কিসওয়ায় একটি পুরনো সেনা ব্যারাকে হেলিকপ্টার নামিয়ে দুই ঘণ্টা ধরে এই অভিযান চালানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আল-এখবারিয়া টিভির বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এ অভিযানের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সনদ এসব ভিডিও যাচাই করে জানিয়েছে, ভিডিওতে বুধবার (২৭ আগস্ট) কিসওয়ায়র বিভিন্ন স্থানে ইসরাইলি হামলার দৃশ্য দেখানো হয়েছে।

এদিকে সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী চারটি হেলিকপ্টার ব্যবহার করে ব্যারাকে অবতরণ করে অভিযান পরিচালনা করেছে। ইসরাইলি বাহিনী হেলিকপ্টারে করে কয়েক ডজন সেনা এবং অনির্দিষ্ট পরিমাণে অনুসন্ধান সরঞ্জাম নিয়ে আসে এবং ঘটনাস্থলে দুই ঘন্টারও বেশি সময় ধরে অবস্থান করে।

ইসরাইলি বাহিনী এবং সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এই ঘটনার একদিন আগে অর্থাৎ গত মঙ্গলবার (২৬ আগস্ট) দামেস্কের দক্ষিণে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় সিরিয়ার সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হন।

গত ডিসেম্বের সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকে সিরিয়াজুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরাইল।

সেই সঙ্গে সিরিয়ার গোলান মালভূমির ‘অসামরিক বাফার জোন’ নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের দখল অভিযান আরও বিস্তৃত করে ইসরাইল। এর মধ্যদিয়ে ইসরাইলিরা ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে সই করা কৌশলগতভাবে সংঘাত থেকে পিছু হটে থাকার চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলেও মনে করা হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে দামেস্কের বাইরে নতুন করে অভিযান চালায় ইসরাইলি সেনারা। সিরিয়া সেই অভিযানের বিষয়ে নিন্দা জানায়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার জানায়, মাউন্ট হারমন পাহাড়ের আশপাশে দেশটির সীমান্তের ভেতরে অবস্থিত একটি এলাকা দখলে নেয়ার জন্য ৬০ জন সেনার একটি দল পাঠিয়েছে ইসরাইল।

জায়গাটি সিরিয়া–লেবাননের সীমান্তঘেঁষা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের চূড়ার পাশে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি অভিযোগ জানিয়ে বলেন, ইসরায়েল তাদের ‘সম্প্রসারণবাদী ও বিভাজন পরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে। এ জন্য দেশটি অসামরিক বা সমঝোতার মাধ্যমে নিরস্ত্র রাখা হয়েছে—এমন এলাকাগুলোয় গোয়েন্দা ও সামরিক স্থাপনা বানাচ্ছে।

সিরীয় কর্তৃপক্ষের নিন্দা জানানোর একদিন পরই মঙ্গলবার ড্রোন হামলা চালানো হয়। বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করে এর নিন্দা জানায়।

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের দিনই গণভোট মেনে নিলো জামায়াতসহ ৮ দল Dec 08, 2025
তরুণী ভক্তদের চাপে বাড়ি থেকে লুকিয়ে বের হতেন হৃতিক Dec 08, 2025
দুই বছরের সম্পর্কের খোলামেলা স্বীকৃতি দিলেন আমির খান Dec 08, 2025
বাংলাদেশের বিপক্ষে নতুন ভেন্যুতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া Dec 08, 2025
আদর্শ মাকে সম্মাননা দিল পালপাড়া সরকারি প্রাইমারি স্কুল Dec 08, 2025
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবি কী? Dec 08, 2025
রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনের ৭০ হাজার নারী সেনা Dec 08, 2025
img
বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফিনিয়া Dec 08, 2025
img
কবে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা? Dec 08, 2025
img
ভারতীয় পাসপোর্টকে বৈধ স্বীকৃতি দিচ্ছে না চীন, ভ্রমণে সতর্কতা জারি Dec 08, 2025
img
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত Dec 08, 2025
img
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে মেডিকেল বোর্ড বৈঠক Dec 08, 2025
img
বিপিএলে রাজশাহী দল নিয়ে সুখবর দিলেন হেড কোচ হান্নান সরকার Dec 08, 2025
img
রাতের তাপমাত্রা কমার ইঙ্গিত, বাড়ছে শীতের তীব্রতা Dec 08, 2025
img
'তেরে ইশক মেঁ'–র সাফল্যের পর গ্লোবাল মঞ্চে কৃতি Dec 08, 2025
img
দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে বাঘি ফোর Dec 08, 2025
img
১৯৮৮ সালে আমার মার্কা ছিল সাইকেল: মির্জা ফখরুল Dec 08, 2025
img
আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে তানজিদ তামিমের মন্তব্য Dec 08, 2025
img
দীর্ঘ বিরতির পর আদিত্যকে নিয়ে ক্যামেরায় ফিরছেন মোহিত সুরি Dec 08, 2025
img
বিশ্বকাপ জয়ী হকি দলকে বিসিবির অভিনন্দন Dec 08, 2025