বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছি, লড়াই করেছি সবাইকে নিয়ে আগামী দিনে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা হবে। সেই সরকারের প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব দেবেন তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌরশহরের বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত পৌর বিএনপির সম্মেলনে বক্তব্যকালে তিনি একথা বলেন।
এ্যানি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আমরা এখন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, তা শুনে সাধারণ মানুষ তার প্রতি আস্থা- বিশ্বাস এমনভাবে বেড়ে চলেছে, বাংলাদেশে যে একটা নতুন নেতৃত্ব দরকার, তিনি হলেন তারেক রহমান।
বিএনপির এই নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘জনগণের কাছে তিনি আস্থা সৃষ্টি করেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। তাই তার অপেক্ষায় আমরা রয়েছি, তিনি আসবেন এ দেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার হবে।’
এ্যানি বলেন, ‘হাসিনার বিরুদ্ধে যখন এক দফার আন্দোলন, তখন বার বার জেলে গিয়েছি। হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন হয়েছে আমিসহ আমাদের নেতাকর্মীদের ওপর। যত প্রতিবাদী হয়েছি, তত গ্রেফতার হয়েছি। আমরা কখনোই হাসিনার কাছে মাথানত করি নাই। আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার, খুনের শিকার, রক্তাক্ত হয়েছে। আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। সন্ত্রাস, অত্যাচার, নির্যাতনের মধ্যেও বীরদর্পে চলেছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় এবং পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
ইএ/টিকে