পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তালি বাজছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ২০২৫ সালের ডিসেম্বরে যদি নির্বাচন হয় তার জন্য জামায়াত প্রস্তুত রয়েছে। তবে জামায়াতের আরেক নেতা আবার বলছেন যে, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। চরমোনাই পীর সাহেব, তারা স্পষ্ট পিআর পদ্ধতি অনেক আগে থেকে চেয়ে আসছেন।
আর বিএনপির বক্তব্য হলো, তারা মরে গেলেও পিআর পদ্ধতিতে নির্বাচনে যাবে না। ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে তালি বাজছে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর এসব কর্মকাণ্ড দেখে আওয়ামী লীগ মুচকি মুচকি হাসছে। শেখ হাসিনার সঙ্গে পাল্লা দিয়ে ড. মোহাম্মদ ইউনূসও বেশ খুশি।
তিনি গম্ভীর হয়ে থাকছেন, চুপচাপ থাকছেন এবং কোনো রেসপন্ড করছেন না। কিন্তু তিনি অতি সম্প্রতি যখন মালয়েশিয়াতে গেলেন তার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যখন তার মোলাকাত হলো, তিনি যে হাসি দিয়েছেন, এরকম অসাধারণ নির্মল কলঙ্কহীন হাসি অন্তরের ভেতর থেকে উদগীরণ হয়।
রনি বলেন, মনের মধ্যে যদি ভয় থাকে, আতঙ্ক থাকে, তাহলে এই হাসি বের হয় না। আর বিএনপির এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, সেই সিদ্ধান্ত তারা নিতে পারছে না।
আর এরকম একটা অবস্থায় যখন থাকে তখন তাদেরকে একটা রোগ পেয়ে বসেছে। আর সেটি হলো হ্যালুসিনেশন। আমি সংক্ষেপে যেটা বলছি, এই রোগ যদি আপনার হয় আপনি শত্রু মিত্র চিনতে তো পারবেনই না বাট উল্টো যেটা হবে শত্রুকে আপনার বন্ধু মনে হবে আর বন্ধুকে শত্রু মনে হবে। এই রোগটি কিন্তু এরশাদকে পেয়ে বসেছিল, এই রোগটি শেখ হাসিনাকেও পেয়ে বসেছিল। তাই এখনই বিএনপিকে সতর্ক হতে হবে।
এমআর/এসএন