বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬৫ জনে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৩ জন।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় রয়েছেন ৩১ জন এবং পাথরঘাটা উপজেলায় ১ জন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২২ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮৩ জন, আমতলীতে ৩ জন, বামনায় ১৪ জন, পাথরঘাটায় ১২ জন এবং বেতাগী ও তালতলীতে ৫ জন করে চিকিৎসাধীন রয়েছেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৪ হাজার ৯৬৪ জন, তালতলীতে ১৪৪ জন, বামনায় ২৪৪ জন, বেতাগীতে ১০৫ জন, আমতলীতে ৭১ জন এবং পাথরঘাটায় ৪৩৭ জন শনাক্ত হয়েছেন।
এছাড়া জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জন বেতাগীতে, ৩ জন পাথরঘাটায় এবং ১ জন বামনায়।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি।’
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘শুধু চিকিৎসার ওপর ভরসা করলে হবে না, স্থানীয়দের সচেতনতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ছাড়া এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।’
এমআর/এসএন