প্রতিবারের মতো এবারও ব্যতিক্রম হয়নি। স্পেনের স্কোয়াডে বার্সেলোনার ফুটবলারদের জয়জয়কার। কাতালান ক্লাবটি থেকে মোট ৭ ফুটবলার জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ বাছাইয়ের দলে।
৪ সেপ্টেম্বর স্পেনের বিশ্বকাপ বাছাই শুরু হচ্ছে বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ৭ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ তুরস্ক। প্রতিপক্ষের মাঠে এই দুই ম্যাচের স্কোয়াডে জায়গা পাওয়া বার্সেলোনার ৭ ফুটবলার হলেন- লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, ফেরান তোরেস, পাও কুবার্সি, দানি ওলমো ও ফারমিন লোপেজ।
লা লিগার গত মৌসুমটা দারুণ কেটেছিল গোলরক্ষক হুয়ান গার্সিয়ার। এস্পানিয়লের হয়ে প্রতিটি মিনিটই খেলেছেন তিনি, গোল ঠেকিয়েছিলেন ১৪৬টি। যা লা লিগার ২০২৪-২৫ মৌসুমে সর্বোচ্চ। ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে গার্সিয়া এ মৌসুমের শুরুতে বার্সেলোনায় নাম লিখিয়েছেন, স্পেনের স্কোয়াডে তার জায়গা হয়নি। চমক বলতে এটিই।
দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল ও ম্যানচেস্টার সিটির রদ্রি। কারভাহাল গত অক্টোবরে ভেঙেছিলেন হাঁটুর লিগামেন্ট। রদ্রি জাতীয় দলকে ইউরো জেতানোর বছরে পড়েছিলেন লিগামেন্টের চোটে। দুজনই ফেরেন ক্লাব বিশ্বকাপ দিয়ে।
স্পেন আছে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে। বুলগেরিয়া ও তুরস্ক ছাড়াও তাদের গ্রুপসঙ্গী জর্জিয়া।
স্পেন স্কোয়াড
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া ও আলেক্স রেমিরো।
ডিফেন্ডার: দানি কারভাহাল, ডিন হুইসেন, পেদ্রো পোরো, দানি ভিভিয়ান, পাও কুবার্সি, রবিন লে নরম্যান্ড, আলেহান্দ্রো গ্রিমালদো ও মার্ক কুকুরেয়া।
মিডফিল্ডার: মার্টিন জুবিমেন্ডি, রদ্রি, গাভি, ফারমিন লোপেজ, পেদ্রি, দানি ওলমো, মিকেল মেরিনো ও ফ্যাবিয়ান রুইজ।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা ও জেসুস রদ্রিগেজ।
এসএস/টিকে